ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের ফাঁসি বহাল না হলে গণজাগরণ রুখে দাঁড়াবে ॥ ডাঃ ইমরান

প্রকাশিত: ০৫:৩৫, ৫ মার্চ ২০১৬

মীর কাশেমের ফাঁসি বহাল না হলে গণজাগরণ রুখে দাঁড়াবে ॥ ডাঃ ইমরান

স্টাফ রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার বলেছেন, যদি আপীল বিভাগে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেমের রায় বহাল রাখা না হয়, তাহলে ২০১৩ সালের মতো, ঠিক একইভাবে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে। শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে গণঅবস্থান কর্মসূচী সমাবেশে এই কথা বলেন তিনি। আলবদর কমান্ডার মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তির রায় আপীল বিভাগে বহাল রাখার দাবিতে এদিন বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগে গণঅবস্থান কর্মসূচী পালন করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় সেøাগান, বক্তব্য, গান ও আবৃত্তির মাধ্যমে মীর কাশেমের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচীতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সংগঠক মারুফ রসুল, তাহমিনা সুলতানা স্বাতী, ভাস্কর রাসা প্রমুখ বক্তব্য দেন। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল রবিবারও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচী পালন করবে মঞ্চ। এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ৮ মার্চ রায় ঘোষণা পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ, সেদিন মীর কাশেমের সর্বোচ্চ শাস্তির রায় নিয়েই আমরা ঘরে ফিরতে চাই।
×