ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ অগ্নিকান্ডে ২১ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:০৬, ৫ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জ অগ্নিকান্ডে ২১ দোকান  ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা। বৃহস্পতিবার গভীর রাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, লাকী ট্রেডার্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। গভীর রাত হওয়ায় বাজারটি প্রায় জনশূন্য ছিল। লোকজন খবর পেয়ে ছুটে আসার আগেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ করার সময় ফায়ার সার্ভিসের পাপন নামে একজন অগ্নিনির্বাপণকর্মী আহত হয়েছেন। গলাচিপায় সাত দোকান স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েক ব্যবসায়ী জানান, রাত একটার দিকে উলানিয়া বন্দরের ব্যবসায়ী মোঃ সাইফুল মোল্লার ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গলাচিপা থানার পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন আতঙ্কে গোটা বন্দরের লোকজন বাইরে বেরিয়ে আসে এবং বাসাবাড়ি ও দোকানপাটের মালামাল অন্যত্র সরিয়ে নেয়। রাত আড়াইটার দিকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ভোরের দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে সাইফুল মোল্লার ব্যাটারির দোকান, মজিবর হাওলাদারের কাঠের আসবাবপত্রের দোকান, সাখাওয়াত গাজীর সিরামিকের দোকান ও গুদামসহ সাতটি দোকান পুড়ে গেছে।
×