ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে পুকুরে ইলিশ ॥ উৎসুক জনতার ভিড়

প্রকাশিত: ০৩:৫৯, ৫ মার্চ ২০১৬

শরীয়তপুরে পুকুরে  ইলিশ ॥ উৎসুক  জনতার ভিড়

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ মার্চ ॥ সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে এক কৃষকের পুকুরে ইলিশ মাছ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে উপজেলার চরচটাং গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভিড় করে উৎসুক জনতা। সকালে হাবিবুর রহামের বাড়ির পুকুরে চাষ করা রুই কাতলা মাছ ধরার জন্য জাল ফেলে জেলেরা। এ সময় পুকুরে জেলেদের জালে অন্যান্য মাছের সঙ্গে বেশ কিছু ইলিশ মাছও পাওয়া যায়। এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় কৌতূহল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকসহ সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সিরাজুল হক উপস্থিত হন। এ সময় জেলেরা পুনরায় পুকুরে জাল ফেলে জনতার সামনে তুলে নিয়ে আসেন জীবিত ইলিশ মাছ। পুকুরের মালিক হাবিবুর রহমান জানান, তিনি কয়েক মাস পূর্বে তার পুকুরে রুই কাতলার মাছ চাষ করেছেন। শুক্রবার সকালে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরতে গেলে ইলিশ মাছ উঠে আসে। সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা সিরাজুল হক বলেন, বৈজ্ঞানিক সূত্রমতে কোন পুকুরে ইলিশ উৎপাদনের সম্ভাবনা নেই। তার পরেও সম্পূর্ণ ইলিশের আকৃতি ও ঘ্রাণ থাকায় ইলিশ গবেষণা কেন্দ্রে পাঠিয়ে যাচাই করতে হবে। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, পুকুরে ইলিশ মাছ থাকার কথা নয়। পুকুরে ইলিশ মাছ চাষ করা যায় কিনা সে বিষয়ে উচ্চ পর্যায়ে গবেষণা চলছে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার বিষয়টি আমরা চাঁদপুরের ইলিশ গবেষণা কেন্দ্রে অবহিত করব।
×