ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৬

ফরিদপুরে শিক্ষককে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ মার্চ ॥ জেলার সালথায় বেলায়েত হোসেন ওরফে দুলাল মোল্লা (৪৭) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বেলায়েত হোসেন শ্রীপুর গ্রামের মৃত মাহমুদ মোল্লার ছেলে। তিনি স্থানীয় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। বেলায়েত হোসেনের ছেলে সাইফুল মোল্লা জানান, লিটন মোল্লাসহ (২৫) এলাকার কয়েকজন বখাটে পূর্বের শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাবা বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় ওঠার আগেই লিটন মোল্লা ও তার আরও চার-পাঁচজন সহযোগী অতর্কিতে বাবার গলা, পিঠে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী ও পুলিশ বাবাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বেলায়েত হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সন্ধ্যা সোয়া সাতটার দিকে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী বলেন, স্কুলে অফিস সহকারী কাম বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করতেন বেলায়েত হোসেন। তিনি গত ২০০৩ সাল থেকে এ স্কুলের সঙ্গে জড়িত। তার মেয়ে বুশরা সরকারী রাজেন্দ্র কলেজে সম্মান শ্রেণীতে পড়াশোনা করে। তার ছেলে সাইফুল এবছর চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, নিরীহ ও সৎ ব্যক্তি ছিলেন বেলায়েত। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত লিটনসহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান চালনো হচ্ছে।
×