ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণগ্রন্থাগারে ৮ দিনের চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৬

গণগ্রন্থাগারে ৮ দিনের চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ এক ঘণ্টার কাহিনীচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে সেøাগানে শুরু হলো চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব। আট দিনের এ উৎসবের সূচনা হয় বৃহস্পতিবার। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের আয়োজক চারুনীড়ম ইনস্টিটিউট। ২০০৮ সালে টিভি চ্যানেলগুলোয় এক ঘণ্টার নাটক প্রচার বন্ধ হয়ে গেলে এক ঘণ্টার নাটক বাঁচাতে নেয়া হয় এ উদ্যোগ। ২০০৯ সাল অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসব চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে প্রচারিত নবীন ও প্রবীণ নির্মাতাদের ৩০টি এক ঘণ্টার কাহিনীচিত্র দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। বৃহস্পতিবার বসন্ত বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র গবেষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ, নাট্যকার মাসুম রেজা, চলচ্চিত্রকার শামীম আকতার, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, পরিচালক গোলাম সোহরাব দোদুল, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রভাষক ইমরান হোসেইন। শুভেচ্ছা বক্তব্যে মোরশেদুল ইসলাম বলেন, মূলত এক ঘণ্টার নাটক হচ্ছে চলচ্চিত্র হচ্ছে নির্মাতাদের কাছে চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রয়াস। একজন নির্মাতার ভেতরে যে সৃজনশীলতার আকাক্সক্ষা থাকে তারই প্রকাশ ঘটে এই নাট্যকের মাধ্যমে। অন্যদিকে ধারাবাহিক নাটকগুলোয় ফরমায়েশি বিষয়ের সঙ্গে যুক্ত হয় নানা সীমাবদ্ধতা। সেই বিবেচনায় এ ধরনের উদ্যোগের মাধ্যমে এক ঘণ্টার নাটক বেঁচে থাকবে এবং মেধাবী নির্মাতাদের প্রচেষ্টাও অব্যাহত থাকবে। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, বর্তমানে টেলিভিশনগুলোয় যেন হারিয়ে যাচ্ছে একক নাটক। সেই সময় এ প্রয়াসই বাঁচিয়ে রাখবে এক ঘণ্টার নাটককে। এতে যেমন বেঁচে থাকবে একক নাটক তেমনি তৈরি হবে অনেক কলাকুশলী। ম. হামিদ বলেন, একটি এক ঘণ্টার নাটকে গল্পের ভেতর শুরু থেকে শেষ পাওয়া যায়। কিন্তু ধারাবাহিক নাটকে এ বিষয়টি থাকে না। এ কারণেই ৮০ শতাংশ ধারাবাহিক নাটকই দর্শক ধরে রাখতে ব্যর্থ হয়। এসব ধারাবাহিক নাটকে বিজ্ঞাপনের যন্ত্রণার সঙ্গে কাহিনী বা গল্পের অপরিপূর্ণতা দর্শককে বিমুখ করে তোলে। সেই বিবেচনায় এক ঘণ্টার নাটকগুলো কিছুটা হলেও দর্শকদের সুবাতাস ছড়ায়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে গোলাম সোহরাব দোদুল নির্মিত প্রণয়িনী এবং সুমন আনোয়ারের কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত শেফালী শীর্ষক দুটি নাটক। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৬টায়। দেখানো হবে মলিনার এক রাত্রি, ক্রাইং রুম, দূরের পাঠশালা ও অনিন্দিতা শিরোনামের চারটি নাটক। শিক্ষার্থীরা ৩০ টাকা এবং সাধারণ দর্শকরা ৫০ টাকা দর্শনীর বিনিময়ে প্রতিদিন প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন। ক্যান্সার আক্রান্ত সাথীর জন্য শিল্পকর্ম প্রদর্শনী ॥ ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকেন চিত্রশিল্পী মাসুদা আহমেদ সাথী। রং ও রেখায় বুনে দেন বর্ণিল জীবনের খ- খ- গল্প। হঠাৎ করে যেন আক্রান্ত হয়েছে অন্য মানুষের জীবনের গল্প বলা এই শিল্পীর নিজ জীবন। আক্রান্ত হয়েছেন কোলন ক্যান্সারে। তাঁকে বাঁচাতে এগিয়ে শুভাকাক্সক্ষী শিল্পীরা। তাঁর চিকিৎসা সহায়তায় দৃক গ্যালারিতে ‘ছন্দিত বর্ণের নিভৃত কথন’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ধানম-ির দৃক গ্যালারিতে (বাড়ি-৫৪, রোড-১৫/এ) বিকেল ৫টায় এই প্রদর্শনীর উ™ে^াধন করবেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। ৯ দিনের এ প্রদর্শনীতে খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি ঠাঁই পাবে প্রতিশ্রুতিশীল শিল্পীদের চিত্রকর্ম। প্রদর্শনীর শিল্পকর্মের বিক্রয়লব্ধ অর্থ ব্যয় করা হবে মাসুদা আহমেদ সাথীর চিকিৎসার্থে। বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাথী। তাঁর বিশাল চিকিৎসা ব্যয়ের সহযোগিতার্থে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে সবার সহযোগিতা কামনা করেছেন শিল্পীরা। এ উপলক্ষে বৃহস্পতিবার দৃক গ্যালারিতে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন প্রদর্শনীর প্রধান সমন্বয়ক জাহিদ মুস্তাফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী সুনীল কুমার, শিশির মল্লিক, মেহেদী হাসান প্রমুখ। বাংলাদেশ পথনাটক উৎসব ॥ ‘মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতকারীদের ক্ষমা নাই/ষড়যন্ত্রকারীদের বিচার চাই’ সেøাগানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পথনাটক পরিষদ আয়োজিত সাত দিনের বাংলাদেশ পথনাটক উৎসব। বৃহস্পতিবার ছিল এ উৎসবের তৃতীয় দিন। এদিন শুরুতেই ‘কানার হাট বাজার’ শিরোনামে নাটক পরিবেশন করে গাজীপুরের নাটক দল ‘নাট্যভূমি’। রচনা ও নির্দেশনায় ছিলেন শহীদুল হক খান শ্যানন ও শাজাহান খোকন। মান্নান হীরা রচিত ও আবু হাসিম মাসুদ নির্দেশিত ‘আগুনের জবানবন্দি’ নাটক পরিবেশন করে আরণ্যক। ফয়সাল আহমেদ রচিত ও নির্দেশিত ‘বুদ্ধি’ পরিবেশন করে নাট্যবোদ্ধা। অবয়ব নাট্যদলের নাটকের শিরোনাম ছিল ‘পুকুর চুরি’। রচনা ও নির্দেশনা দিয়েছেন শহীদুল হক খান শ্যানন। জেনেসিস থিয়েটার পরিবেশন করে জামিউর রহমান লেমনের রচনা অবলম্বনে নূর হোসেন রানার নাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘একজন আমেনা’। উৎসবের চতুর্থ দিন আজ শুক্রবার ছয়টি নাটকের প্রদর্শনী হবে। ৪১টি নাট্যদলের নাটক নিয়ে সাজানো উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পথনাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভাঙ্গা-গড়া নাট্যোৎসব ॥ ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ সেøাগানে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে চলছে মাসব্যাপী ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’। গ্রুপ থিয়েটার ফেডারেশন থিয়েটার আয়োজিত এ উৎসবের পঞ্চম দিন বৃহস্পতিবার ঢাকা থিয়েটার পরিবেশন করে তাদের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘বিনোদিনী’। উৎসবের ষষ্ঠদিন আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় নাটক ‘কালরাত্রি’ পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কাল ॥ কাল শনিবার আনুষ্ঠানিকভাবে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। দুপুর ১২টায় তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। এ বছর ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে যৌথভাবে চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেনের ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদের ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘খ’ শাখায় জনান্তিক থেকে প্রকাশিত এহসান হাফিজের ‘এও সেও’ পুরস্কার পেয়েছে।
×