ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে ৯২ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশিত: ০৪:০৭, ৪ মার্চ ২০১৬

ফেব্রুয়ারিতে ৯২ কোটি টাকার পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৯২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৬,১৮,০৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭,১৫৮ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৬৪ কেজি গাঁজা, ৩০ হাজার ৭৯০ বোতল বিদেশী মদ, ৮২ হাজার ৮৫৯ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১৬ হাজার ৪২৪ নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮ লাখ ৯৫ হাজার ৭৫ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৩৯ শাড়ি, দুই হাজার, ৭৭৭ থ্রিপিস/শার্টপিস, ৪১,৩১৬ মিটার থান কাপড়, ২,১৪২টি তৈরি পোশাক, ৯,১৯৮ সিএফটি কাঠ এবং ১৪৮ কেজি ওজনের ১টি কষ্টি পাথর। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৮৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং ৯ কেজি ৯০০ গ্রাম গানপাউডার।-বিজ্ঞপ্তি বিএডিসি অফিসার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কৃষিভবনের সম্মেলন কক্ষে বিএডিসি অফিসার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দু’বছর মেয়াদী সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুগ্ম সচিব (নিওক) মিজানুর রহমান সভাপতি ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোসলে উদ্দিন জুয়েল ও অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন নির্বাচিত হয়।-বিজ্ঞপ্তি
×