ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালাল থেকে এক হাজার জাল এটিএম কার্ড জব্দ

প্রকাশিত: ০৮:২০, ৩ মার্চ ২০১৬

শাহজালাল থেকে এক হাজার জাল এটিএম কার্ড জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা বিভাগ কর্তৃক এক হাজার জাল এটিএম কার্ড জব্দ ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকার বাবুবাজার থেকে ২০ লাখ টাকার ভেজাল ওষুধ উদ্ধার এবং গুদাম মালিককে জেল-জরিমানা করার ঘটনা ঘটেছে। বুধবার হংকং থেকে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫টি কার্টনে কার্ডগুলো শাহজালাল বিমানবন্দরে আসে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, সঠিক কাগজপত্র ছাড়াই এক হাজার জাল এটিএম কার্ড আসে। পরে তা জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজধানীর বাবুবাজার এলাকায় একটি ওষুধের গুদামে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভেজাল ওষুধ উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভেজাল ওষুধ গুদামজাত করার দায়ে গুদাম মালিককে ১০ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ অভিযানটি পরিচালনা করেন। র‌্যাব-১ এর মেজর এইচএম সাজ্জাদ হোসেন জানান, বাবুবাজার এলাকায় ভাওয়াল ট্রেডিং ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসির মালিক শ্যামল চন্দ্র ভাওয়ালকে (৬৫) জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ভেজাল ওষুধ বিক্রি ও গুদামজাতকরণের দায় স্বীকার করেন। এরপর হাজী মেডিসিন মার্কেটের চতুর্থ তলায় শ্যামল চন্দ্রের দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জীবন রক্ষাকারী ভেজাল ওষুধ উদ্ধার করা হয়। ভেজাল ওষুধগুলো দেশের বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করা হতো। যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এ অপরাধে গোডাউন মালিক শ্যামল চন্দ্র ভাওয়ালকে ১০ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।
×