ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবলের চূড়ান্তপর্ব শুরু আজ

প্রকাশিত: ০৬:২০, ২ মার্চ ২০১৬

মহিলা ফুটবলের চূড়ান্তপর্ব শুরু  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্তপর্ব বুধবার থেকে মাঠে গড়াচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে ৮ দল দুই গ্রুপে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর ও রাজবাড়ী এবং গ্রুপ ‘বি’ তে আছে আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা। এ নিয়ে পঞ্চমবারের মতো মহিলা ফুটবল মাঠে গড়াল। ২০০৯ থেকে শুরু হওয়া মহিলা ফুটবল গত তিনবার পৃষ্ঠপোষকতা করছে বিশ্বখ্যাত ফুড চেন কেএফসি। এবার সারাদেশের ৩৯ দল অংশ নিয়েছিল গত বছরের নবেম্বরে। এর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ এবং ৭ দল চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন দলকে নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা। এর আগের চারবারের চ্যাম্পিয়ন আনসার ভিডিপি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২৫ হাজার টাকা। তাছাড়া অংশ নেয়া প্রতি দলকে দেয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যে বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন এবং এএফসি মহিলা কমিটির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘২০০৯ সালের প্রথম মহিলা চ্যাম্পিয়নশিপে খেলা সেরা খেলোয়াড়ই আজকে দেশের জাতীয় মহিলা দলকে নেতৃত্ব দিচ্ছে। এবারও এখান থেকেই বেরিয়ে আসবে সেরারা। যারা ভবিষ্যতেও দেশকে সেরা খেলা উপহার দেবে। তাছাড়া বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে এখন আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সেরা। সবার সহযোগিতা পেলে আমরা আরও উন্নতি করতে পারব।’
×