ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে শেষ ম্যাকডারমটের

প্রকাশিত: ০৬:২০, ২ মার্চ ২০১৬

বিশ্বকাপে শেষ ম্যাকডারমটের

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন টি২০ বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলবেন দেশটির ক্রিকেট সহকারী কোচ ক্রেইগ ম্যাকডারমট। দলটির পেস আক্রমইের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৫০ বছর বয়সী সাবেক অসি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাকডারমটের পথচলা শুরু ২০১১ সালের মে মাসে। ঘরের মাঠে ৩-১ ব্যবধানে এ্যাশেজ সিরিজ হারের পর বোলিং কোচ ট্রয় কুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন। অধিক কাজের চাপে এক বছরের মাথায় ওই পদ থেকে সরে দাঁড়ান। পরে ২০১৩-১৪ সালে এ্যাশেজ সামনে রেখেই আগের পদে যোগ দেন। সেবার ইংল্যান্ডকে হোয়াইওয়াশ (৫-০) করে অসিরা। এরপর ২০১৪ সালের মে মাসে সহকারী কোচ হিসেবে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান তার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ক্রেইগ অস্ট্রেলিয়া দলের সফলতায় চমৎকার অবদান রেখেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের বোলাররা অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে, তরুণ পেস বোলার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, প্যাট কামিন্স ও নাথান কোল্টার নাইলের উন্নতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ নিজের ক্রিকেট একাডেমিতে মনোযোগ দেয়ার জন্যই সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ম্যাকডারমট। ৮ মার্চ ভারতে শুরু টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। তার আগে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক প্রোটিয়াদের সঙ্গে তিন টি২০ ম্যাচ খেলবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। শুক্রবার ডারবানে প্রথম ম্যাচ। ওয়ানডেতে একাধিকবার শিরোপা জিতলেও টি২০তে সেটি এখনও অধরাই রয়ে গেছে কুলীন অসিদের।
×