ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:০৯, ২ মার্চ ২০১৬

হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ মার্চ ॥ শিশু হত্যার দায়ে আব্দুর রশিদ নামে এক যুবককে মৃত্যুদ-ে দ-িত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। একই মামলার রায়ে অপর দুই আসামী সিরাজ মিয়া ও সালেহ আহমদকে বেকসুর খালাস দেয়া হয়। উল্লেখ্য, ২০০৭ সালের ৮ অক্টোবর বেলা ১১টার দিকে ছবি তোলার প্রলোভন দেখিয়ে ওই গ্রামের বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদের একমাত্র ছেলে মেহেদী হাসানকে (৮) কে তুলে নিয়ে যায় দ-প্রাপ্ত আসামি রশিদ। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও মেহেদীকে পায়নি তার পরিবার। এমনকি মা স্বপ্না বেগম স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেও তাতে কাজ হয়নি। ফলে ওই দিনই মেহেদীর মা স্বপ্না বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। এরই প্রেক্ষিতে রশিদকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের আওতায় আনে পুলিশ। এদিকে রশিদের দেয়া তথ্যমতে, স্থানীয় চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি জঙ্গলের কাদাপানিতে পুতে রাখা মেহেদীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বপ্না বাদী হয়ে পরদিন স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলে তদন্ত শেষে রশিদসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ওই বিচারক রশিদকে মৃত্যুদ-ে দ-িত করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক ও সালেহ আহমেদ।
×