ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে মনোনয়ন নিয়ে অস্থিরতা

আরও সংবাদ

প্রকাশিত: ০৩:৪২, ২ মার্চ ২০১৬

আরও সংবাদ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে চলছে অস্থির অবস্থা। তৃণমূলের প্রার্থীকে বাদ দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ অন্য একজনকে প্রত্যয়নপত্র দেয়ায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ-বিক্ষোভ হয়েছে। ঢাকা-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভকারীরা বালাসুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে তৃণমূল আওয়ামী লীগ মনোনীত মনির হোসেন মিটুলের সমর্থকরা ভাগ্যকুল বজার থেকে মিছিল নিয়ে বালাসুর বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে নির্বাচিত করা হয়। জাতির জনকের প্রতি ডিইউজে নেতৃবৃন্দের শ্রদ্ধা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১ মার্চ ॥ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিলে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রথমে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ ফেডরেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোস্তফা হোসেন চৌধুরী শ্রদ্ধা জানান। শিশু হত্যার প্রতিবাদে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ মার্চ ॥ ‘আর নয় শিশু হত্যা, শিশুর জন্য নিরাপদ আবাসন চাই’ সেøাগান সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঝিনাইদহে সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘সাইকেলিস্ট ঝিনাইদহ’ নামের যুব সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। খোলা পায়খানা মুক্ত ইউনিয়ন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১ মার্চ ॥ ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নকে শতভাগ খোলা পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এওয়াজপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় আয়োজিত সভায় জিন্নাগড় ইউপি চেয়ারম্যানের পক্ষে আকতার হোসেন মেম্বার এ ঘোষণা দেন। নোয়াখালীতে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১ মার্চ ॥ জেলা শহর মাইজদীতে খাল তথা শহরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের বক্শি মিজির খালের সামনের প্রধান সড়কে এ কর্মসূচী পালিত হয়। এতে শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন-সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জেলা শহরের পৌর বাজার সংলগ্ন বক্শি মিজির খালটি শত বছরেরও পুরনো। এ খালের মাধ্যমে শহরের বৃহত একটি অংশের পানি নিষ্কাশন হয়। সম্প্রতি প্রভাবশালী একটি মহল শত বছরের ঐহিত্যবাহী বক্শি মিজির খালটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছে।
×