ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ দুই মাস

প্রকাশিত: ০৩:৩৮, ২ মার্চ ২০১৬

মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ দুই মাস

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ মার্চ ॥ ভোলার মেঘনার চর ইলিশা থেকে চর পিয়াল ও তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া ও পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১৯০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছের অভয় আশ্রম ঘোষণা করেছে সরকার। এই অভয় আশ্রমে আজ মঙ্গলবার ১ মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ইলিশসহ সকল ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারী এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মঙ্গলবার ভোরে ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তেঁতুলিয়া নদীর চন্দ্র প্রসাদ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারে ১৪ ড্রাম জাটকা ইলিশ পুলিশ জব্দ করে।
×