ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে বাবা-মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রেম করে বিয়ে করায় মেয়েকে নির্যাতন

প্রকাশিত: ০৩:৩৭, ২ মার্চ ২০১৬

প্রেম করে বিয়ে করায় মেয়েকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রেম করে বিয়ে করার অপরাধে দায়ের করা অসংখ্য মিথ্যে মামলা থেকে স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যদের রক্ষা এবং গর্ভের সন্তান হত্যার বিচার চেয়ে পিতা-মাতার বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে মেয়ে। সংবাদ সম্মেলনে অসহায় সাদিয়া ফারহানা আইনী সহায়তা পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলার রাজৈর থানার সাঈদ হাওলাদারের কন্যা সাদিয়া ফারহানা লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা সপরিবারে দীর্ঘদিন থেকে ঢাকার ৪১/৩, চৌধুরীপাড়া, মালিবাগে বসবাস করে আসছেন। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কে আমি (ফারহানা) ইতালী প্রবাসী একই এলাকার জাহিদুল ইসলামকে ২০১৫ সালের ১৮ নবেম্বর ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করি। এ খবর জানতে পেতে আমার বাবা সাঈদ হাওলাদার পরেরদিন জাহিদসহ তার পরিবারের সদস্যদের আসামি করে ধানমন্ডি থানায় মিথ্যা অভিযোগ (৭/৩০) ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন (যার নং ১০)। লিখিত বক্তব্যে ফারহানা আরও উল্লেখ করেন, পরবর্তীতে আমার স্বামীসহ তার পরিবারকে হয়রানি করার জন্য একই বছর ২৩ নবেম্বর আমার মামাত ভাই এনামুল হককে বাদী করে জাহিদসহ তার পরিবারের আটজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। গত ২৯ নবেম্বর আমি (ফারহানা) ঢাকা মেট্রোপলিটন মেজিস্টেট আদালতে হাজির হয়ে ২২ ধারায় অপহরণ হয়নি মর্মে জবানবন্দী প্রদান করি। সে অনুযায়ী আদালত আমাকে নিজ জিম্মায় আসার রায় দেয়। একই বছরের ৩ ডিসেম্বর আমার মামা চুন্নু মিয়া মাদারীপুর আদালতে আমার স্বামীর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এরপর থেকে একের পর এক পুলিশ দিয়ে আমার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের হয়রানি চালাচ্ছেন। গত ৪ মাস বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতে গিয়ে স্বামীসহ আমি এখন মানবেতর জীবনযাপন করছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পুলিশ দিয়ে গত ২৬ জানুয়ারি আমার ননদ উম্মেহানিকে আটক করা হয়।
×