ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে মুস্তাফিজ দলে ঢুকলেন তামিম

প্রকাশিত: ০৭:০১, ১ মার্চ ২০১৬

ইনজুরিতে মুস্তাফিজ দলে ঢুকলেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ পুরো এশিয়া কাপ থেকেই ছুটি পেয়েছিলেন বাংলাদেশের নির্ভরযোগ্য মারমুখী ওপেনার তামিম ইকবাল। কারণ, সন্তানসম্ভবা স্ত্রী ছিলেন থাইল্যান্ডের ব্যাঙ্ককে। তার পাশাপাশিই ছিলেন এ বাঁহাতি ওপেনার। রবিবার সকালে ছেলে সন্তানের বাবা হয়েছেন। এরপর আর দেরি করেননি, সন্তানকে রেখেই সোমবার সকালে দেশে ফিরেছেন। ফিরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এটি চলতি এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত নৈপুণ্যে ফাইনাল খেলার স্বপ্ন তৈরি করায় দারুণ এক সুখবর। তিনি দলে ফিরেছেন। তবে দুঃসংবাদ হচ্ছে, রবিবার শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ইনজুরিতে পড়েছেন অপরিহার্য পেসার মুস্তাফিজুর রহমান। সাইড স্ট্রেইন থাকায় আসন্ন টি২০ বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি গ্রহণ করতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রেড-১ মানের ইনজুরির কারণে তাকে বাদ দিয়ে তামিমকে স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বুধবার পাকিস্তানের বিরুদ্ধেই ব্যাট হাতে দেখা যাবে তামিমকে। এর আগে জানুয়ারি মাসে জিম্বাবুইয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। দ্বিতীয় টি২০ খেলার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন। এ কারণে এমনকি তিনি টি২০ আসর পাকিস্তান সুপার লীগেও (পিএসএ) খেলতে পারেননি। তবে এশিয়া কাপের শুরু থেকেই দলে ছিলেন। প্রথমবার টি২০ ক্রিকেটে লঙ্কান বধের ম্যাচে দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজ আবারও ইনজুরিতে আক্রান্ত! সাইড স্ট্রেইনে পড়ার পর রবিবার তার এই ইনজুরি খতিয়ে দেখার জন্য এমআরআই স্ক্যান করানো হয়। শরীরের ডানপাশের ব্যথাটা রেডিওলজিস্টরা জানিয়েছেন গ্রেড-১ মানের ইনজুরি শনাক্ত করা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে ৪৮ ঘণ্টা চিকিৎসা করা হবে। এছাড়া পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে তাকে। এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, মুস্তাফিজ রবিবার শ্রীলঙ্কা ম্যাচের পরই তার সমস্যার কথা জানান। এমআরআই স্ক্যান করানো হয় রবিবার এবং এর পর রেডিওলজিস্টরা শরীরের ডানপাশে গ্রেড-১ স্ট্রেইনের কথা জানিয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা আশা করছি এবং দ্রুতই বোলিং করতে পারবেন এমন প্রত্যাশাও করছি। মুস্তাফিজের পরিবতের্ দলে জায়গা করে নিয়েছেন তামিম। তামিম এবার এশিয়া কাপের জন্য ঘোষিত দলেই ছিলেন না সন্তানসম্ভবা স্ত্রীর জন্য। তার পরিবর্তে ইমরুল কায়েস সুযোগ করে নেন দলে। তবে সেই তামিম ফিরেছেন সোমবার সকালেই। এসে আবার ইনডোরে ব্যাটিং অনুশীলনও করেছেন। সদ্য জন্ম নেয়া পুত্রকে রেখে বাংলাদেশে ফিরে এসেছেন ড্যাশিং ওপেনার তামিম। চলতি আসরে দুই ম্যাচ জিতে এখন ফাইনালে খেলার আশায় আছে টাইগাররা। বুধবার পাকিস্তানকে হারাতে পারলেই তা নিশ্চিত হবে। হারাতে না পারলেও আশা টিকে থাকবে। গুরুত্বপূর্ণ এ ম্যাচেই তামিমকে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে।
×