ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসসহ সারাদেশে কর্মকর্তাদের এক ঘণ্টা কলমবিরতি

প্রকাশিত: ০৪:১০, ১ মার্চ ২০১৬

চট্টগ্রাম কাস্টমসসহ সারাদেশে  কর্মকর্তাদের এক ঘণ্টা  কলমবিরতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যশোরের বেনাপোল কাস্টমস হাউসের যুগ্মকমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সোমবার চট্টগ্রামসহ সারাদেশে এক ঘণ্টা কলমবিরতি পালন করেছেন কর্মকর্তারা। বিসিএস (কাস্টম এ্যান্ড ভ্যাট) এ্যাসোসিয়েশনের ডাকে চট্টগ্রাম কাস্টমসেও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে কর্মকর্তারা কোন ফাইলে স্বাক্ষর করেননি। এতে চট্টগ্রাম কাস্টমস হাউসে সব ধরনের আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ ছিল। কর্মসূচীর বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল কাস্টমস অফিসের যুগ্মকমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর বর্বর হামলার প্রতিবাদে আমরা এক ঘণ্টা কলমবিরতি পালন করেছি। আমরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা বেনাপোল কাস্টমসের যুগ্মকমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায়।
×