ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাহী প্রকৌশলী অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন

চকরিয়ায় পাউবোর কয়েক কোটি টাকার সম্পত্তি বেদখল

প্রকাশিত: ০৪:০৮, ১ মার্চ ২০১৬

চকরিয়ায় পাউবোর কয়েক কোটি টাকার সম্পত্তি বেদখল

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ চকরিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার সুযোগকে কাজে লাগিয়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ও পরিত্যক্ত কোটি কোটি টাকা মূল্যের জায়গা বেহাত হতে চলেছে। রাজনৈতিক নেতার প্রভাব কিংবা স্থানীয়ভাবে দাপট দেখিয়ে প্রভাবশালী লোকজন অবৈধ দখলে নিচ্ছে পাউবোর এ জায়গা। ওই জায়গায় নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে করে উপজেলার চিরিঙ্গা, বদরখালী, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিমবড় ভেওলা, ডুলাহাজারা, খুটাখালী, বরইতলী, সাহাবিলের চোয়ারফাঁড়ি, ফাসিয়াখালীর দিগরপানখালী, বিএমচর ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ, এক নম্বর বাঁধ ও আশপাশের এলাকায় বেহাত হতে চলছে পাউবোর নিয়ন্ত্রণাধীন বিপুল পরিমাণ ভূ-সম্পদ। দখলকৃত বেশিরভাগ জায়গায় ইতোমধ্যে একাধিক বাণিজ্যিক মার্কেট, দোকানপাট ও বিপুল পরিমাণ জনবসতি গড়ে তোলা হয়েছে। এখনও জেলার বিভিন্ন স্থানে দখলে নেয়ার পর অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে। অনুসন্ধানে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অগোচরে বেশ কিছুদিন ধরে চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মৌজার মাছঘাট এলাকায় পাউবোর অধিগ্রহণকৃত কোটি টাকা দামের জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন আবদুল হাকিম মাস্টারের লোকজন। অথচ ওই জায়গাটি ইতোপূর্বে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড এলএ মামলা মূলে অধিগ্রহণ করে। পরে ওই জায়গার অংশে জনস্বার্থে স্লুইচ গেট স্থাপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশিষ্ট জায়গা স্থানীয় ইকবাল ফারুককে রক্ষণা-বেক্ষণের জন্য পাঁচ বছরের ইজারা দেয়। অভিযোগ উঠেছে, পাউবোর ইজারাপত্র থাকার পরও ইজারাদার ইকবাল ফারুককে ওই জায়গা দেখভাল করতে যেতে দিচ্ছে না প্রভাবশালী মতলববাজরা।
×