ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন সভাপতিকে সেপ ব্লাটারের অভিনন্দন, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ সালমানের

ফিফার গৌরব পুনরুদ্ধারে ইনফ্যান্টিনো

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ফিফার গৌরব পুনরুদ্ধারে  ইনফ্যান্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হলেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। শুক্রবার নির্বাচনে সালমান বিন ইব্রাহীমকে হারিয়ে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সভাপতি হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সংগঠনের হারানো গৌরব ফিরিয়ে আনার কথা জানিয়েছেন। এ বিষয়ে সুইস বংশোদ্ভূত জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, ‘ফিফার একজন গর্বিত সভাপতি হতে চাই। ফুটবলের জন্য ফিফা যা করবে তাতে আপনিও গর্বিত অনুভব করবেন।’ গত দুই দশক ধরে ফিফায় এককভাবে রাজত্ব করেছেন সেপ ব্লাটার। এই সময়ের মধ্যে ফুটবল অনেক কলঙ্কজনক অধ্যায়েরও সম্মুখীন হয়েছে। বিশেষ করে ব্লাটার যুগের শেষদিকে তো দুর্নীতির আখড়া হিসেবেই পরিগণিত হয়েছিল ফিফা। তার প্রমাণও সুস্পষ্ট। তবে ইনফ্যান্টিনোর বিশ্বাস, ফিফা আবারও ঐক্যবদ্ধ হয়ে তার হারানো গৌরব ফিরিয়ে আসবে। এ বিষয়ে তিনি বলেন, ‘ফুটবল বিভক্ত হয়েছে বলে আমার মনে হয় না। আজ (শুক্রবার) একটা নির্বাচন হয়েছে কোন যুদ্ধ নয়।’ এ সময় তিনি ফিফার পরবর্তী মেয়াদের সভাপতি হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ‘২০২০ হতে এখনও চার বছর বাকি। আমি জানি না তখনও ফিফার সভাপতি থাকতে পারবো কি না। তবে আমার দৃঢ়বিশ্বাস রয়েছে।’ ১৮ বছর পর ফিফার সভাপতির পদ হারালেন সেপ ব্লাটার। তাও আবার কলঙ্কজনকভাবেই ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা থেকে বিদায় নিতে হলো তার। তবে তার উত্তরসূরি জিয়ান্নি ইনফান্টিনোকে অভিনন্দন জানাতে মোটেই ভুল করেননি ৭৯ বছর বয়সী এই তুখোড় সংগঠক। এ বিষয়ে তার অভিমত হল, ‘নির্বাচনে জয়ী হওয়ায় জিয়ান্নি ইনফ্যান্টিনোকে আমার হৃদয় থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তার অভিজ্ঞতা, কূটনৈতিক জ্ঞান এবং কৌশলগত দক্ষতায় আমার কার্যক্রমকে চালিয়ে নেয়ার মতো সবধরনের যোগ্যতাই তার রয়েছে। তার নেতৃত্বে ফিফা অত্যন্ত স্থিতিশীলভাবেই সামনের দিকে এগিয়ে যাবে বলেই আমি মনে করি।’ এদিকে বিশ্বজুড়ে হারিয়ে যাওয়া ফিফার গ্রহণযোগ্যতাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য নবনিযুক্ত সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী শেখ সালমান বিন ইব্রাহীম আল খলিফা। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান শেখ সালমান শুক্রবার ফিফা সভাপতি নির্বাচনে উয়েফার সেক্রেটারি জেনারেল ইনফ্যাান্টিনোর কাছে পরাজিত হন। কিন্তু পরাজয়ের পরেও এশিয়ান ফুটবলের পক্ষ থেকে সেপ ব্লাটারের উত্তরসূরিকে স্বাগত জানিয়েছেন বাহরাইনের রাজ পরিবারের সদস্য শেখ সালমান। সেই সঙ্গে ৪৫ বছর বয়সী ইনফ্যান্টিনোর সাথে কাজ করার জন্যও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, ‘এএফসি নতুনভাবে সংগঠিত ফিফা ও এর নতুন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে। বিশ্বজুড়ে ফিফার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন নতুন সভাপতির মূল চ্যালেঞ্জ। বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া এবং এখানে ফুটবল তার স্বাভাবিক গতিতেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নিজস্ব ধারা বজায় রেখে এএফসি ফিফার পুনর্গঠনে সবধরনের ভূমিকা পালন করবে।’ সভাপতি পদে পরাজিত হলেও শেখ সালমান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের একাত্মতা কামনা করেছেন। শুধু তাই নয়, সবধরনের দুর্নীতি থেকে ফিফাকে রক্ষা করার অনুরোধও জানিয়েছেন তিনি। জিয়ানি ইনফ্যান্টিনোর ওপর পূর্ণ আস্থা রেখেই অন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শেখ সালমান। তবে ইনফ্যান্টিনো কি পারবেন নিজেকে সফল করতে, ফিফার হারানো গৌরবকে আবারও ফিরিয়ে আনতে? বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। যদিওবা ২০০৯ সাল থেকে উয়েফার গুরুত্বপূর্ণ পদে থেকে ইতোমধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন ইনফ্যান্টিনো।
×