ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজকের আকর্ষণ কোহলি-আফ্রিদি

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

আজকের আকর্ষণ কোহলি-আফ্রিদি

মোঃ মামুন রশীদ ॥ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আর উত্তেজনা। এ ম্যাচটির দিকে কড়া মনোযোগ থাকে বিশ্বব্যাপী সব ক্রিকেট ভক্ত-সমর্থকদের। সেই লড়াইটা আবারও আজ এশিয়া কাপ টি২০তে। দু’দলের ক্রিকেটাররাও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান জেতার। এ কারণে আজ দু’দলের বড় তারকাদের দিকেই থাকবে সবার দৃষ্টি। ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি আর পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদির ওপর বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। দুই দলের অনেক বড় নির্ভরতা থাকবে এ দুই তারকার ওপর। যদিও দুর্দান্ত ফর্মে থাকা কোহলি প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৭ রান করেই বিদায় নিয়েছেন। এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার জ্বলে ওঠার অপেক্ষা। আর ‘বুম বুম’ আফ্রিদি তার দল নিয়ে প্রথম ম্যাচে নামছেন এবার। ব্যাট-বল হাতে দারুণ কার্যকর আফ্রিদি যে কোন সময় ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম। ওয়ানডে ক্রিকেটে পাক-ভারত লড়াইয়ে টানটান উত্তেজনা আর পরিসংখ্যান বিবেচনায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও টি২০ ক্রিকেটে অবশ্য তেমনটা দেখা যায়নি এখন পর্যন্ত। ৬ ম্যাচ হয়েছে দু’দলের, এর মধ্যে চারটিতেই জিতেছে ভারত। একটি ম্যাচ টাই এবং অপরটি জিতেছে পাকরা। যে ম্যাচটি ভারতের বিপক্ষে জিতেছে পাকিস্তান সেটায় কোহলি এবং আফ্রিদি দু’জনই ছিলেন নিষ্প্রভ। তবে ওয়ানডে ফরমেটের গত এশিয়া কাপে দু’দলের লড়াইটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ২৪৫ রানের সম্মানজন সংগ্রহ গড়েছিল ভারতীয় দল কোহলির নেতৃত্বে। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে কোহলি অধিনায়কত্ব করেছেন। বল হাতে অবশ্য সেই ম্যাচে তেমন কিছু করতে পারেননি আফ্রিদি। কিন্তু ব্যাট হাতে যা করেছেন সেটা সহজে ভুলবে না ভারতীয় দল। ২০৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল পাকরা। সবেমাত্র তখন ক্রিজে আসেন আফ্রিদি। তখনও ৩২ বলে ৪৪ রান প্রয়োজন। ঝড় তোলেন আফ্রিদি। তিনি মাত্র ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১ উইকেটের জয় পায় পাকরা ২ বল বাকি থাকতে। সেই আফ্রিদিকে নিয়ে আজও পরিকল্পনা করতে হবে ভারতীয় দলকে। কারণ, যেকোন মুহূর্তে ঝলসে উঠতে পারেন তিনি। সম্প্রতিই পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরে ক্যারিয়ারের সেরা টি২০ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন আফ্রিদি। মাত্র ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ব্যাটে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। তবে তিনি দলের অধিনায়ক হিসেবে কোহলি হুমকি ঠেকানোর পরিকল্পনা সাজাবেন। চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে প্রথমবার অধিনায়কত্ব করে পরাজয় দেখেছেন কোহলি। ব্যাট হাতে কিছুই করতে পারেননি গত এশিয়া কাপে। এ কারণে তিনি ভেতরে ভেতরে অপেক্ষায় আছেন পাকদের বিপক্ষে দারুণ কিছু করে আক্ষেপ ঘুঁচানোর। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ডটা এমনিতে বেশ ভাল। এ কারণে সবসময়ই কোহলি জানিয়েছেন পাকদের বিপক্ষে খেলতে দারুণ উপভোগ করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৪ টি২০ খেলা কোহলি রান করেছেন ৭৫.০০ গড়ে ১৫০। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি২০ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও খেলেছেন কোহলি। ২০১২ টি২০ বিশ্বকাপে কোহলি অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে পাক বোলিংকে বিপর্যস্ত করেছিলেন। সর্বশেষবার দু’দল মুখোমুখি হয়েছে গত ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন কোহলি। তবে ব্যর্থ হয়েছেন আফ্রিদি। সেই ম্যাচেও ভারত ৭৬ রানের জয় তুলে নেয়। আর সর্বশেষ ২০১৪ টি২০ বিশ্বকাপেও কোহলি ৩২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এ কারণে কোহলিকে আটকে রাখার বড় চ্যালেঞ্জ এবারও পাক বোলারদের। সেক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আফ্রিদিকে। তিনি ৯০ ম্যাচ খেলে ৯১ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত টি২০ ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক ৩৫ বছর বয়সী আফ্রিদি। তাই তার ওপর নির্ভর করবে পাকরা। তবে এবার এশিয়া কাপে উইকেটগুলো করা হয়েছে ঘাসের, যেখানে পেসাররাই সহায়তা পেয়েছেন। এবার লেগস্পিনার আফ্রিদির জন্য তাই কঠিন চ্যালেঞ্জ হবে বিধ্বংসী কোহলিকে সামলানো।
×