ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ছোট নদী’ ছোট নয়

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

‘ছোট নদী’ ছোট নয়

জেলা শহর কুড়িগ্রামের একটি উপজেলা থেকে ‘বিচিত্র বিষয়ের নিয়মিত সংকলন’ ‘ছোট নদী’র দুটি সংখ্যা আমাদের হাতে এসেছে। আন্তরিকতা আর শিল্প-সাহিত্যের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থাকলে স্থান-কাল-পাত্র যে কোনো বাধা বা সমস্যা নয়- এ দুটি সংখ্যা হাতে নিলেই অনুধাবন করা যায়। প্রকৃত অর্থেই বিচিত্র বিষয়ে সমৃদ্ধ ‘ছোট নদী।’ কলেবরে ছোট হলেও বিষয়- বৈচিত্র্যে যে ছোট নয় তা বলার অপেক্ষা রাখে না। ‘ছোট নদী’র প্রধান বৈশিষ্ট্য স্থানীয় পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা-অনুসন্ধান এই প্রকাশনাকে ঋদ্ধ করেছে। আনন্দের বিষয় সাম্প্রতিককালে প্রায় অব্যবহৃত বাংলা ভাষার সাধু রীতিটি কর্তৃপক্ষ সম্পাদকীয়তে ব্যবহার করছেন। এতে নতুন প্রজন্ম উপকৃত ও সমৃদ্ধ হবে বলে আশা করা যায়। কেননা একই মলাটে মাতৃভাষার দুটি রীতি তারা পাচ্ছেন। ‘ছোট নদী’ প্রথম সংখ্যায় পুনর্মুদ্রিত হয়েছে সব্যসাচী সৈয়দ শামসুল হকের বিখ্যাত কবিতা গেরিলা। গণমাধ্যম বিভাগে ‘বিনোদন বাক্ শো’ লিখেছেন পঙ্কজ বণিক। ভাওয়াইয়া ভাবনা লিখেছেন পঞ্চানন রায়। রবীন্দ্রনাথ বর্মন (ওগিদা) একটি অপ্রচলিত ‘ফাওগান’ সংগ্রহ করে দিয়ে লেখাটির নতুন মাত্রা জুগিয়েছেন। ‘আমার দেশ আমার ভাবনা’ লিখেছেন ফেরদৌস কবীর। বন্ধন নামে গল্প উপহার দিয়েছেন দেবব্রত রায়। শিশুতোষ গল্প ‘ডাক্তার নাসিমা আপা’ লিখেছে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা। সুমন বর্মণের একগুচ্ছ ছড়া আনন্দমাত্রা বাড়িয়েছে। মনের জানালায় ‘হারানো দিনের কথা’ জানিয়েছেন হুজ্জাতুল হুমায়রা বুবলী। প্যারোডি ছড়া লিখেছেন শ্রাবন্তী সরকার স্নেহা, সাফী সরকার খান, রাদিয়া সরকার, সেলিনা আক্তার মোহনা, হুমায়রা খন্দকার লিপা, আরাফাত ইসলাম তানিম, সম্পা জাহান, তুহফাতুল ইসলাম প্রমুখ। কবিতা লিখেছেন দেবব্রত রায়, রক্তিম মিলন, হরিনাথ রায়, মঞ্জুর মোর্শেদ, মিনহাজ মিজান। ‘বাংলা ভাষার সংক্ষিপ্ত ইতিহাস’ বর্ণনা করার চেষ্টা করেছেন শ্রী সুভাষচন্দ্র রায়। ধারাবাহিক উপন্যাস ‘মহানায়ক’ উপহার দিয়েছেন আবু হেনা মুস্তফা। আইনি বিষয় নিয়ে চমৎকার দৃষ্টিপাত করেছেন সালেহউদ্দিন ও দিদারুল আলম। তপন রুদ্রের কবিতা বিশেষ সময় ও বিষয়কে ধারণ করেছে। আরেকটি গল্প ‘সম্ভ্রম’ লিখেছেন আবদুস সালাম। নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি পুনর্মুদ্রণ করায় সম্পাদকের দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে। শেষ প্রচ্ছদ মধ্যযুগের কবি আব্দুল হাকিমের বিখ্যাত ও অজর কবিতা ‘বঙ্গবাণী’ ও কবির সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ায় সম্পাদক ধন্যবাদ আশা করতে পারেন। ‘ছোট নদী’ দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যাটিও বৈচিত্র্যে ভরা। ‘যাদের রক্তে মুক্ত এদেশ’ বিভাগে মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম জেলার কিছু শহীদের যুদ্ধের বর্ণনা, শহীদ হওয়ার বৃত্তান্ত ও ঠিকুজি উপস্থাপিত হয়েছে। এটি একটি সাধুবাদযোগ্য প্রচেষ্টা। ‘ইতিহাস’ কথনে ‘এই জনপদের প্রাচীন কথা’ জানিয়েছেন নূর মোহাম্মদ সরকার। আবু হেনা মুস্তফার ধারাবাহিক উপন্যাস মহানায়কের পাশাপাশি রয়েছে ‘আর্তনাদ’ নামে দেলোয়ার হোসেনের ‘পর্যবেক্ষণ’। ‘রবীন্দ্রনাথ ও পতিসর’-এর কথা জানিয়েছেন ফরিদুল আলম পিন্টু। ‘স্মৃতির আয়না’য় কবি বন্ধু তপন রুদ্রকে বিম্বিত করেছেন দেবব্রত রায় ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’ নামে। গল্প ‘লাশ’ লিখেছেন আব্দুস সালাম। আছে হুজ্জাতুল হুমায়রা বুবলীর গল্প ‘দুই জীবন’ ‘স্মৃতিকণায়’ ‘সন্ধ্যার আলো’ ফেলেছেন মঞ্জুরুল ইসলাম। ‘বর্তমানের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি’ ‘পর্যবেক্ষণ’ করেছেন শ্রী রাজেন্দ্রনাথ সরকার। আত্মজৈবনিক : ‘আমি’ থেকে “আমি” থিয়েটারঅলাÑ লিখেছেন পঙ্কজ বণিক। বহুদর্শী খুঁজেছেন পথের শেষ কোথায়? সম্পাদকের একটি গান মুদ্রণসহ রয়েছে মিনহাজ আহমেদ মুকুল, অজিফা বেগম, সিদরাতুল মুনতাহা অর্থী, লাভলী সরকার, দেবব্রত রায়, হামিদুল ইসলাম হাসান, সাফী সরকারের কবিতা। যথারীতি শেষ প্রচ্ছদে পুরনো অজর কবিতা। এবারে সংকলিত হয়েছে রামনিধি গুপ্তর স্বদেশী ভাষা। আর দ্বিতীয় প্রচ্ছদে আছে শামসুর রাহমানের ‘কাক।’ ‘ছোট নদী’র ঘোষণাই ‘বিচিত্র বিষয়ের নিয়মিত সংকলন।’ ঘোষণাটির সার্থকতা তো আছেই সেই সঙ্গে তাদের মানুষ, সময়-সমাজ ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতার ছোঁয়া ফুটে উঠেছে প্রতিপৃষ্ঠায়। প্রকাশনাটি পাঠে পাঠক আনন্দিত হবেন সুনিশ্চয়! এর প্রকাশনা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
×