ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ ॥ আটক ৩

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

নিখোঁজের তিন দিন  পর সেপটিক ট্যাঙ্কে  শিশুর লাশ ॥  আটক ৩

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর সেপটিক-ট্যাঙ্কের ভিতর থেকে নাহিদ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিশুটির নানাবাড়ি মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের গোয়াবাহারা গ্রামের আদম আলী শেখের বাড়ির লেট্রিনের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি তার নানাবাড়িতে লালিত হচ্ছিল। তার বাবা হাসান শেখ (জনি শেখ) ও মা নার্গিস বেগম ঢাকার গেন্ডারিয়ায় বসবাস করে। পুলিশের ধারণা, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, খায়রুল ঢালী (৩৫), লিটন (২৮) ও আব্দুল হক সরদার (৪০)। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে শিশু নাহিদ নিখোঁজ হয়। পরে সেপটিক-ট্যাঙ্কের ভেতর থেকে পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
×