ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অশুভ শক্তির উপদেশ শুনতে চাই না ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

অশুভ শক্তির উপদেশ শুনতে চাই না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ উপায়ে সরকার পরিবর্তন করার অপচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, এটা গণতন্ত্রের নিয়ম। সরকারের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। সেমিনার-সিম্পোজিয়াম করে আর লিখে সরকারের পরিবর্তন করার চেষ্টা যেন কেউ না করে। দেশের গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে কোন অশুভ শক্তির উপদেশ শুনতে চাই না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংসের সঙ্গে বাংলাদেশ আইচি মেডিক্যাল গ্রুপের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংসের পক্ষে চেয়ারম্যান হিরোতাকা ওগাওয়া ও বাংলাদেশ আইচি মেডিক্যাল গ্রুপর পক্ষে চেয়ারম্যান ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। এর আগে আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, জাপান দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগে, জেটারোর বাংলাদেশ প্রতিনিধি কেই কায়ানো, শিপ-আইচি মেডিক্যাল সার্ভিসের নির্বাহী পরিচালক হিরোইউকি কোবায়েসি প্রমুখ বক্তব্য রাখেন।
×