ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমি দখলের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কুড়িগ্রামে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমি দখলের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সদর উপজেলায় সরকারীভাবে বরাদ্দকৃত ২৪ ভূমিহীন মুক্তিযোদ্ধার ছয় একর জমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। ২০১১ সাল থেকে ভূমিহীন পরিবারগুলোর ভোগদখলকৃত জমির ফসল ও গাছপালা কেটে জমিতে বোরো আবাদ করেছে ভূমিদস্যু সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন ও তার দলীয় লোকজন। অসহায় মুক্তিযোদ্ধা পরিবারগুলো থানা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ মুক্তিযোদ্ধা কমান্ডে অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় গত ৪ দিন থেকে সরকারের সহায়তা চেয়ে মানববন্ধন করে আসছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারী ৬ একর খাসজমি ২৪ ভূমিহীন মুক্তিযোদ্ধা ও তার পরিবারের নিকট দলিলমূলে প্রদান করা হয়। সেই থেকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এসব জমি ভোগদখল করে আসছিল। গত ৮ জানুয়ারি ওই এলাকার ভূমিদস্যু মকবুল হোসেন তার দলবল নিয়ে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমির ফসল ও গাছপালা কেটে দখল করে নেয়। কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, আমি চাই প্রশাসন দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত জমি তাদের বুঝিয়ে দেবে। এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, বরাদ্দকৃত জমিতে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর না থাকায় এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ যদি একটু জোড়ালো ভূমিকা নেয় তাহলে অতিসহজে মুক্তিযোদ্ধাদের জমি উদ্ধার করা সম্ভব হবে।
×