ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেবুখালি সেতু নির্মাণসহ ৬ প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদন

প্রকাশিত: ০৮:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

লেবুখালি সেতু  নির্মাণসহ ৬ প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পায়রা নদীর ওপর ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ লেবুখালি সেতু নির্মাণসহ ৬ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ছয়টি প্রস্তাবে মোট ব্যয় হবে ২ হাজার ১১ কোটি ২৫ লাখ টাকা। বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে মোট ৬ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সংযোগ সড়কসহ পায়রা নদীর ওপর ১ হাজার ৪৭০ মিটার সেতু (লেবুখালি সেতু) নির্মাণ ও তীর সুরক্ষা এবং ২৬ কিলোমিটার দীর্ঘ বরিশাল-পটুয়াখালী সড়ক (এন-৮) সম্পর্কযুক্ত কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এ কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে চীনা প্রতিষ্ঠান লং ঝিয়াং রোডস এ্যান্ড ব্রিজ বিল্ডার্স লিমিটেড। এতে ব্যয় হবে ১ হাজার ২২ কোটি ২২ লাখ টাকা।
×