ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দগ্ধ আরও তিন

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন বস্তিতে আগুনে মৃত এক

প্রকাশিত: ০৫:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন বস্তিতে আগুনে মৃত এক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন বস্তিতে একটি ভাঙ্গারির দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে নার্গিসের ভাঙ্গারির দোকান হিসেবে পরিচিত ওই দোকানে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। সেখান থেকে চারজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আমজাদ নামে ২৪ বছর বয়সী একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দগ্ধ মেহেদী (২০), সোহাগ (২৫) ও ইয়ামিনকে (২৫) বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে মেডিক্যাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান। তিনি বলেন, মোহেদীর শরীরের ৩২ শতাংশ, সোহাগের ৩০ শতাংশ এবং ইয়ামিনের ১২ শতাংশ পুড়ে গেছে। হতাহতরা সবাই ওই দোকানের কর্মচারী। রাতে তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী জানান, ওই ভাঙ্গারির দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে প্রচুর প্লাস্টিকের সামগ্রীও ছিল। ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে। দক্ষিণখানে নারীর লাশ ॥ রাজধানীর দক্ষিণখান থেকে শাহানাজ বেগম (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশকোনা বড় মসজিদ রোডের ৭৮৪ নম্বর বাসা থেকে মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাড়ির মালিক আসিয়া বেগমের বরাত দিয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক কাওসার আহম্মেদ জানান, ১ ফেব্রুয়ারি শাহনাজ বেগম ও জয়নাল গাজী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়া নেন। ১৯ তারিখ পর্যন্ত তাদের বাসায় লোকজনের যাতায়াত ছিল, এর পর আর দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে শাহানাজ বেগমকে গলায় হলুদ ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। লাশটি অনেক দিন এভাবে পড়ে থাকায় লাশে পচন ধরেছে। শাহানাজ বেগম রাজবাড়ী সদর উপজেলার মরভাঙ্গা গ্রামের জয়নাল গাজীর মেয়ে। তিতুমীর কলেজ হোস্টেলে অভিযান ॥ রাজধানীর সরকারী তিতুমীর কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, রেজাউল করিম ও সাইদুল ইসলাম। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তিতুমীর কলেজের একমাত্র শহীদ আক্কাছুর রহমান আঁখি হোস্টেলে এই অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে আটক এবং বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকটি চাপাতি, রড ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আটক দুজনের মধ্যে একজন কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন হোস্টেল সুপার মিজানুর রহমান। দুজনের মধ্যে একজন এই কলেজের শিক্ষার্থী। অন্যজন শিক্ষার্থী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে দুজনের কারোরই হোস্টেলে থাকার অনুমতি নেই। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সকালে কলেজ চত্বরে বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করার সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।
×