ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নত দেশ গড়তে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

উন্নত দেশ গড়তে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য তার দফতরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দারিদ্র্যমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই সবাইকে আত্মবিশ্বাস এবং দেশপ্রেম নিয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তাঁর কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন দফতরের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বিগত ৬ মাসের অগ্রগতি পর্যালোচনামূলক সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসর। তিনি বলেন, বৈঠকে আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বোর্ড, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, রফতানি প্রক্রিয়াকরণ জোনসহ বিভিন্ন দফতরের উন্নয়ন প্রকল্পসমূহের গত ৬ মাসের কর্মকা- পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান প্রকল্পসমূহ সফলভাবে দ্রুত সম্পন্ন করার মাধ্যমে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহ্বান জানান। দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু শহরে নয়, দেশের গ্রাম-গঞ্জ থেকেও দারিদ্র্য দূর করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সকলের আবাসন সুবিধা নিশ্চিত করতেই তাঁর সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই এদেশে একজনও গৃহহীন থাকবে না। আর কেউ কুঁড়েঘরেও বাস করবে না।’ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সকল প্রতিকূলতা মোকাবেলা করেই সরকার এ লক্ষ্যে একের পর এক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের নানা সাফল্য তুলে ধরে কর্মসংস্থান সৃষ্টিসহ সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের তথ্যও তুলে ধরেন।
×