ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরোহিত হত্যা ॥ মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৪:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পুরোহিত হত্যা ॥ মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ ফেব্রুয়ারি ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে মহারাজ যজ্ঞেশ্বর রায় নামে এক হিন্দু পুরোহিতকে হত্যা ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জেলা শাখা শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে। এ কর্মসূচীতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য দেন ইসকন জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম ব্রহ্মচারী, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি সোলেমান আলী, প্রফেসর মনতোষ কুমার দে, জাপা নেতা শ্যামল ঘোষ প্রমুখ। ইবি সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যা ও অন্য দুই ভক্তের প্রতি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ। জানা যায়, বুধবার বেলা ১১টায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার, পঞ্চগড় থেকে জানান, মঠের পুরোহিতকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও গোপাল হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জে শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ করিমগঞ্জে ভাষা দিবসের প্রভাতফেরিতে সৃষ্ট দ্বন্দ্বের জেরে শহীদ মিনার ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলায় ঈশাখাঁর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটেছে। এদিকে শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী বাদী হয়ে স্কুলের এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনের নামাল্লেখ ও আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে পারলেও মামলার প্রধান আসামি শুভকে গ্রেফতার করতে না পারায় এলাকায় এক ধরনের ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ফুল দেয়ার সময় জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী শুভ তার কয়েকজন সঙ্গীয় নিয়ে বাধার সৃষ্টি করে। এ সময় তারা ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। স্কুলের শিক্ষকরা এর প্রতিবাদ করলে শুভসহ অন্যরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। পরে শিক্ষকদের দেখে নেয়ার হুমকি দিয়ে তারা ওই সময় চলে যায়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতের আঁধারে শুভ তার সঙ্গীয়দের নিয়ে হ্যামার, শাবল দিয়ে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। শুভ সাবেক ইউপি সদস্য শহীদুল্লা মলাইয়ের ছেলে। অতীশ দীপঙ্করের জন্মভিটায় ৮১ ফুট উঁচু স্তূপ উদ্বোধন মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বজ্রযোগিনী (মুন্সীগঞ্জ) থেকে ॥ অতীশ দীপঙ্করের জন্মভিটা বজ্রযোগিনীতে ৮১ ফুট উঁচু নবনির্মিত স্তূপ উদ্বোধন করা হয়েছে। বুধবার বৃষ্টিসিক্ত দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের ১০৩৬তম জন্ম উৎসবে এই ফলক উন্মোচন করা হচ্ছে। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী সাদা রঙের সুউচ্চ স্তূপটি করা হয়েছে। এর পাশেই রয়েছে লালচে রঙের পুরনো ছোট স্মৃতি মন্দির। স্তূপটির ৭৫ ফুট মাটির নিচে অতীশ দীপঙ্করের দেহ ভস্ম রয়েছে। ‘অতীশ দীপঙ্কর স্মৃতি স্তূপ’ নামের স্তূপটির বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে। রাজাকারপুত্রকে ইউপিতে মনোনয়ন ॥ লালমনিরহাটে তৃণমূলে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট. ২৪ ফেব্রুযারি ॥ জেলার হাতীবান্ধা উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতা- কর্মীদের উপেক্ষা করে টংভাঙ্গা ইউনিয়নে রাজাকারপুত্র সেলিম হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। একই উপজেলার নওদাবাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একেএম ফজলুল হককে বাদ দিয়ে পরপর দু’ বার পরাজিত প্রার্থীকে নৌকা প্রতীক দেয়ার সুপারিশ করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রেখেছেন। স্থানীয় টংভাঙ্গা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা মঙ্গলবার বিকেল ৫টায় জেলার হাতীবান্ধা মেডিক্যাল মোড়ে রাজাকারপুত্র সেলিম হোসেনকে চেয়ারম্যান পদে প্রার্থী করায় মানববন্ধন করেছেন। এদিকে বুধবার টংভাঙ্গায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
×