ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যজ্ঞেশ্বর হত্যার নিন্দায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ইইউ

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

যজ্ঞেশ্বর হত্যার নিন্দায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ইইউ

কূটনৈতিক রিপোর্টার ॥ পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার কঠোর নিন্দা জানিয়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পল্লী উন্নয়ন, গৃহায়ন ও পল্লী দারিদ্র্য বিমোচন বিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়াহ নাইডু। পঞ্চগড়ের মঠে হামলার প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানায়। বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় আছে এমন জনগোষ্ঠীর সদস্যের ওপর এমন ধরনের হামলা এদেশের বৈচিত্র্য ও সৌহার্দ্যরে ঐতিহ্যের ওপর চরম আঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার এবং সকল চরমপন্থী আঘাতের অপরাধী চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে। বিবৃতিতে তিনি আরও বলেন, জঙ্গীবাদের মূল উৎপাটনে বাংলাদেশ সরকারের সদিচ্ছা আমাদের পরিলক্ষিত হয়েছে। আমরা দেখেছি, সাম্প্রতিককালে এই ধরনের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার ও অভিযানের মাধ্যমে বোমা এবং বোমা তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মিস্টার জে রায় ও মিস্টার জি সি রায়ের ওপর নৃশংস হামলায় আমি আতঙ্কিত। ধর্ম ও বিশ্বাসের কারণে কারও ওপর আক্রমণ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। টুইটে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ধর্মের স্বাধীনতা সর্বজনীন অধিকার। যে কোন ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এর আগে মঠের অধ্যক্ষ হত্যাকা-ের ঘটনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন নিন্দা জানান। এক বিবৃতিতে মায়াদন নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আহত গোপাল চন্দ্র রায়ের দ্রুত সুস্থতা কামনা করেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, যে কোন ধর্মের বিরুদ্ধে আক্রমণকে সব ধর্মের ওপর আক্রমণ। সংশ্লিষ্ট সকল কর্মকর্তা তদন্তের মাধ্যমে এ অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। এদিকে হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এম ভেঙ্কাইয়াহ নাইডু। তিনি আশা করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ সরকার সম্ভাব্য সর্বোচ্চ উদ্যোগ নেবে। হত্যাকা-ের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের কেন্দ্রীয় সরকারের পল্লী উন্নয়ন, গৃহায়ন ও পল্লী দারিদ্র্য বিমোচন এবং সংসদবিষয়ক মন্ত্রী ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রভাবশালী নেতা এম ভেঙ্কাইয়াহ নাইডু তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি টুইটে লিখেছেন, নিষিদ্ধ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুজন সন্ত্রাসীর হাতে বাংলাদেশে একজন হিন্দু পুরোহিত খুন হওয়ায় আমি উদ্বিগ্ন। তিনি প্রত্যাশা করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সম্ভাব্য সর্বোচ্চ জোরালো উদ্যোগ নেবে। রবিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠে রবিবার ঢুকে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় তারা মঠের ভক্ত গোপাল চন্দ্র রায়কে গুলি করে। বাম হাতের কনুইয়ের পাশে দুটি গুলি নিয়ে আহত গোপাল বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিবার রাতেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গী তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ, যাদের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের। এ হত্যাকা-ের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতারের খবর দিয়েছে পুলিশ।
×