ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সহজ জয়ে শেষ আটে ম্যানইউ

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

সহজ জয়ে শেষ আটে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় সব আসরেই রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপে বেশ ভালভাবেই এগিয়ে চলেছে রেড ডেভিলসরা। সোমবার রাতে সহজ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লুইস ভ্যান গালের দল। পঞ্চম পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যানইউকে আতিথ্য দিয়েছিল তৃতীয় সারির দল শেরেজবারি টাউন। একতরফা আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচে ম্যানইউ জয় তুলে নেয় ৩-০ গোলে। দলের জয়ে গোলগুলো করেন ক্রিস স্মার্লিং, জুয়ান মাতা ও জেসে লিনগ্রার্ড। সেমিফাইনালের টিকেট নিশ্চিত করার মিশনে শেষ আটে ম্যানইউর প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। আগামী মার্চে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কোয়ার্টারের অন্য তিন ম্যাচে লড়বে রিডিং-ক্রিস্টাল প্যালেস, এভারটন-চেলসি এবং আর্সেনাল ও হালসিটির মধ্যকার বিজয়ী দলের সঙ্গে ওয়াটফোর্ড। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারী ম্যানইউ। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এফএ কাপের ১১ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। ম্যাচে মাতা-স্মর্লিংদের পায়ে বলের নিয়ন্ত্রণ ছিল ৭৫ শতাংশ। ৩৭ মিনিটে স্মর্লিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতা। বক্সের বাইরে থেকে স্পেনের এই ফরোয়ার্ডের নেয়া ফ্রিকিক বাঁক খেয়ে জালে আশ্রয় নেয়। ২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ এফএ কাপের শিরোপা জেতা ম্যানইউ বিরতির পর ৬১ মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয়। আন্ডেরের বাড়ানো বলে দারুণ দক্ষতায় গোল করেন লিনগ্রার্ড। এর আগে টানা দুই ম্যাচে হেরে তোপের মুখে ছিলেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, এ ম্যাচে হারলেই পদ হারাতে পারেন এ ডাচ্ কোচ। বিশেষ করে ইউরোপা লীগে দুর্বল মিডজিল্যান্ডের কাছে হারের পরই সমালোচনা শুনতে হয় ভ্যান গালকে। তবে শেরেজবারি টাউনকে এফএ কাপে সহজেই হারিয়ে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ম্যানইউ বস। ম্যাচ শেষে ভ্যান গাল বলেন, এটা আমাদের জন্য বড় ম্যাচ ছিল। এখনও আমাদের সুযোগ আছে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার। যদি আমরা ইউরোপা কাপ জিততে পারি। উয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ এর প্রথম লেগের ম্যাচে মিডজিল্যান্ডের কাছে ২-১ গোলে হার মানে ম্যানইউ। যে কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় আছে রেড ডেভিলসরা। তবে এফএ কাপে জয়ের পর ভ্যান গাল যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তিনি বলেন, আগের ম্যাচে হারায় সবাই ধরেই নিয়েছিল এই ম্যাচেও আমরা তেমন কিছু করতে পারব না। ছেলেদের আমি সাধুবাদ দেব। তারা অনেক ভাল খেলেছে। আশা করছি ইউরোপা লীগের ফিরতি ম্যাচে আমরা ভালভাবেই জিততে পারব। শুধু তাই নয়, আমাদের লক্ষ্য আরও বড় কিছু। প্রিমিয়ার লীগে মন্দ সময়ে থাকলেও মিডজিল্যান্ডের কাছে ম্যানইউর হারে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব। এই দলটির নামই ঠিকমতো জানা নেই ফুটবলামোদীদের। ক্লাবটির বয়স মাত্র ১৭ বছর। আরও বিস্ময়কর তথ্য, ওই ম্যাচটির আগে দুই মাস তারা মাঠেই নামেনি। তার ওপর সর্বশেষ দশ ম্যাচের নয়টিতেই হেরেছে। সেই ডেনিশ ক্লাবটির কাছেই হার মানে ম্যানইউ! নিজেদের ফুটবল ইতিহাসের বাজে সময় অতিবাহিত করছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত কয়েক মৌসুম ধরেই দলটি আছে ব্যর্থতার মধ্যে। চলমান ২০১৫-১৬ মৌসুমেও রেড ডেভিলসদের অবস্থা করুণ। কোন আসরেই মাথা তুলে দাঁড়াতে পারছে না ইংলিশ পরাশক্তিরা। যে কারণে সবাই বলতে শুরু করেছেন, ইতিহাসে বাজে সময় অতিবাহিত করছে ম্যানইউ।
×