ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন চাওয়ায় শিশু শ্রমিককে শেকলে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৪:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বকেয়া বেতন চাওয়ায় শিশু  শ্রমিককে শেকলে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে ও বকেয়া বেতন-ভাতা চাওয়ার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাষ-রা ১৫ দিন শেকল দিয়ে বেঁধে রেখে আনছারুল ইসলাম (১৪) নামে এক শিশু জামদানি তাঁতীকে শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতনকারী জামদানি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার দক্ষিণ রূপসী এলাকা থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় শিশু তাঁতীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আনছারুল ইসলাম লালমনিরহাট জেলার হাকিবান্দা থানার মধ্যে গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দক্ষিণ রূপসী এলাকার আক্তার হোসেনের বাড়িতে দীর্ঘ দিন ধরে জামদানি বুনে আসছে শিশু আনছারুল ইসলাম। কয়েক মাস ধরে কোন প্রকার বেতন-ভাতা না দেয়ায় আক্তার হোসেনকে জামদানি বুনবেন না বলে সাফ জানিয়ে দেয় আনছারুল। কিন্তু উল্টো আক্তার হোসেন ওই শিশু তাঁতীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পাওয়ায় ও জামদানি বুনবে না বলায় ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেনসহ তার লোকজন গত ১৫ দিন ধরে আনছারুল ইসলামকে শেকলে বেঁধে রেখে জামদানি বুনতে বাধ্য করেছে। এছাড়া জামদানি বুনতে ধীরগতি হলেই শারীরিক নির্যাতন চালানো হতো। ঘটনার বিবরণ দিয়ে আনছারুল ইসলামের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ রূপসী এলাকা থেকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার ও নির্যাতনকারী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
×