ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাহফুজ আনামের প্রতি সমন জারি

প্রকাশিত: ০৪:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মাহফুজ আনামের প্রতি সমন জারি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ ফেব্রুয়ারি ॥ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আগামী ৩১ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। মঙ্গলবার আদালতের বিচারক জাহেদ আহম্মেদ এই আদেশ প্রদান করেন। এ্যাডভোকেট বনি আমিন তার বিরুদ্ধে চার কোটি টাকার মানহানি মামলা করেছেন। চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সার্সন রোড এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪০ হাজার টাকা। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সেভেনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, আগে থেকে তথ্য থাকায় র‌্যাবের একটি টিম রাতে সার্সন রোড এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন দুটি মোটর বাইককে সঙ্কেত দিয়ে থামানো হয়। প্রতি বাইকে ২ জন করে মোট চারজন ছিল। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ৩ জন ও বাইক তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এ ৩ জনের নাম চান মিয়া সওদাগর (৪৯), আলমগীর ওরফে আলমগীর মেম্বার ও ইয়াবা বিক্রেতা আনিসুর রহমান (৩৫)। এরমধ্যে প্রথম ২ জন শীর্ষ পর্যায়ের মাদক ব্যবসায়ী। ফাগুনেই গাছে আম নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ ফেব্রুয়ারি ॥ অবাক হলেও সত্য যে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের নুরুজ্জামানের বাড়িতে আম গাছে এই ফাল্গুন মাসেই আমের মুকুল এবং আম ধরেছে একই সঙ্গে। বছরে তিনবার মুকুল আসে এই গাছটিতে। এ নিয়ে দ্বিতীয় দফা ওই গাছে আম ধরল। জানা গেছে, ২০১৪ সালে কৃষি মেলা থেকে নুরুজ্জামান খিরশা নামের ভারতীয় জাতের এই বিশেষ আমের চারাটি সংগ্রহ করেন। ২০১৫ সালে ছোট্ট এই আম গাছটিতে ১০টি আম ধরে। মোবাইল থেরাপি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে বিনামূল্যে মোবাইল থেরাপি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সামনে অত্যাধুনিক এ থেরাপি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ গোলাম ফারুক ভূঁইয়া, জেলা প্রতিবন্ধী সেবা সংস্থার কলসালটেন্ট ডাঃ হাসিনা নাছরিন, ফিজিওথেরাপি কলসালটেন্ট ডাঃ নিরুপম সরকার।
×