ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী ও পথচারীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৪:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

নারী ও পথচারীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার রাত ও সোমবার বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নারী, পথচারী এবং চা দোকানীসহ নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে ৯ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মুন্সীগঞ্জ ॥ জেলা শহরের পুরাতন কাচারী এলাকায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। রবিবার রাতে শহরের কাছারির মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার রাতে সিমেন্টবাহী ট্রাক সড়ক হয়ে কোটগাঁও এলাকায় প্রবেশকালে কাছারির মোড়ে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীর ওপর উঠিয়ে দেয়। সাতক্ষীরা ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী মোসেল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসেল উদ্দিন তালা উপজেলার মিঠবাড়ি গ্রামের মৃত ইয়ামুদ্দিনের ছেলে। দিনাজপুর ॥ পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় নবাবগঞ্জ উপজেলার পলিরামদেবপুর নামকস্থানে বগুড়া থেকে ছেড়ে আসা স্বপ্নপুরী মুখী পিকনিকের মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রকি (৩২) ঘটনাস্থলে নিহত হন। রকি একই উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিবপুর গ্রামের রনি ও সেলিম গুরুতর আহত হয়েছে। আহত দুই জনকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে দিনাজপুর সদর উপজেলার বেংকালী নামকস্থানে দুই মোটরসাইকেলের ওভার টেকিংয়ের সময় মোটরসাইকেল চালক অশ্বিনী কান্ত রায় (২৪) ঘটনাস্থলে নিহত হন। গাজীপুর ॥ কালীগঞ্জের আড়িখোলা এলাকায় লরি চাপায় সোমবার এক চা দোকানী নিহত হয়েছে। তার নাম চাঁন মিয়া (৬০)। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের চান মিয়া কালীগঞ্জ-টঙ্গী সড়কের পাশে চা দোকানী। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের সাদিপুর এলাকায় বাসের চাপায় পিষ্ট হয়ে আনোয়ারা বেগম (৬৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। আনোয়ারা বেগম বন্দর উপজেলার কামতাল গ্রামের মৃত হাসেন আলীর স্ত্রী। জামালপুর ॥ বকশীগঞ্জে ট্রাকের চাপায় রিক্সাচালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। জানা গেছে, সার বোঝাই ট্রাক বকশীগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় উল্টে যায়। এ সময় রাস্তার পাশে রিক্সাচালক সালাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক মুন্না মিয়া, হেলপার ইন্তাজ আলী, পথচারী ম-ল মিয়া ও রবিজল হকসহ পাঁচ জন আহত হয়। নিহত আব্দুস সালাম (৪০) জানকিপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে। অপরদিকে সোমবার দুপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাস বকশীগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝপাড়া নামক স্থানে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আরজিনা ও সিরাজুল হক দুই যাত্রী আহত হয়।
×