ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাছাইপর্বের লড়াই আজ শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাছাইপর্বের লড়াই আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ টি২০ ক্রিকেটের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ। বাছাইপর্বে খেলবে চারটি দল- আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান। একদিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে হংকং ও ওমান পরস্পরের বিপক্ষে লড়াই করবে। বাছাইপর্ব শেষ হবে ২২ ফেব্রুয়ারি। প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলো শেষে যে দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে পারবে তারাই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরুর অপেক্ষায় থাকা মূলপর্বে খেলবে। যেখানে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মূলপর্ব। এ পর্বের প্রতিটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাত সাড়ে ৭টায় শুরু হবে। এ টুর্নামেন্টের আগে বাছাইপর্ব হচ্ছে এবার। যে বাছাইপর্বে খেলতে এরই মধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান। এ চার দলের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাকি তিন দলই এবার ভারতে অনুষ্ঠেয় টি২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। প্রথম পর্বে- যেটাকে ধরা হচ্ছে বাছাইপর্ব, সুপার-১০ এ উঠার পর্ব, সেই পর্বে আফগানিস্তান, হংকং ও ওমান খেলবে। ওমান আবার প্রথম রাউন্ডে টি২০ বিশ্বকাপে বাংলাদেশেরই প্রতিপক্ষ। এবার এশিয়া কাপের বাছাইপর্ব উতরে গেলে মূলপর্বেও বাংলাদেশের সঙ্গে লড়াই হবে ওমানের। আফগানিস্তান থাকতে তা কী সম্ভব? বাংলাদেশে আসার আগে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান; জিতেছেও। টেস্ট খেলুড়ে দলকেই যেখানে পাত্তা দেয় না আফগানরা, সেখানে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান সহজ প্রতিপক্ষই! এখন দেখা যাক, কী করতে পারে আফগানরা। প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজন হচ্ছে টি২০ ফরমেটে। প্রথম এ আসরই হচ্ছে বাংলাদেশে। বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পঞ্চমবারের মতো এশিয়ার ক্রিকেট খেলুড়ে দলগুলোকে নিয়ে আসরের আয়োজন করছে বাংলাদেশ। টি২০ ফরমেটে এবার প্রথমবার এশিয়া কাপ হচ্ছে। ১৯৮৮ সালে প্রথম, ২০০০ সালে দ্বিতীয়, ২০১২ সালে তৃতীয় ও ২০১৪ সালে চতুর্থবারের মতো এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এবার নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশে হবে টুর্নামেন্টটি। টি২০ ফরমেটে যে খেলা হবে, সেটির যাত্রাও শুরু হচ্ছে বাংলাদেশকে দিয়েই। আজ দুটি ম্যাচ শেষে শনিবার দিনের একমাত্র ম্যাচে আফগানিস্তান-ওমান লড়াই করবে। রবিবার হংকং ও আরব আমিরাত খেলবে। ২২ ফেব্রুয়ারি বাছাইপর্বের শেষদিনে আবার দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচে আফগানিস্তান ও হংকং এবং দ্বিতীয় ম্যাচে ওমান ও আরব আমিরাত মুখোমুখি হবে। এই চার দলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি খেলবে মূলপর্বে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মূলপর্বে যাত্রা শুরু হবে। ৬ মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ২৫ ফেব্রুয়ারি বাছাইপর্ব পেরুনো দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষেও খেলবে বাছাইপর্ব পেরুনো দল। ২৭ ফেব্রুয়ারি ক্রিকেটের সেরা দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই হবে। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ২৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও বাছাইপর্ব পেরুনো দল, ১ মার্চ ভারত ও শ্রীলঙ্কা, ২ মার্চ বাংলাদেশ ও পাকিস্তান, ৩ মার্চ ভারত ও বাছাইপর্ব পেরুনো দল এবং ৪ মার্চ মূলপর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ৬ মার্চ মূলপর্বের পয়েন্ট তালিকার সেরা দুটি দলের মধ্যকার হবে ফাইনাল খেলা। এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা নামবে। তবে এটিকে প্রথম আসরও বলা যায়। কারণ টি২০ ফরমেটে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট। যেটির বাছাইপর্ব আজ শুরু হচ্ছে।
×