ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধবিরোধীদের বিএনপি থেকে ঝেঁটিয়ে বের করে দিন ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২০, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধবিরোধীদের বিএনপি থেকে ঝেঁটিয়ে বের করে দিন ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, উন্নত মানের সরু চাল সংগ্রহের জন্য নতুন নীতিমালা প্রণয়নের চিন্তা-ভাবনা করছে সরকার। আর এই চাল সংগ্রহে মধ্যস্বত্ব ভোগীদের তারা যে দলেরই হোক আর যত বড় ক্ষমতাধরই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। বিএনপিতে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা পাকিস্তানের হয়ে কথা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুকে অস্বীকার বা বিরোধিতা করেন তাদের আপনারা দল থেকে ঝেঁটিয়ে বের করে দিন। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন, বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক যথাক্রমে সাফিয়ার রহমান সফি ও তুষার কান্তি ম-ল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটিএ, মাহবুবুল করীম প্রমুখ। রংপুর অঞ্চলের খাদ্য উৎপাদনের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, দেশে এখন সাড়ে ৩ কোটি টন চাল উৎপাদন হয়। এখন আর দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হয় না। ৎ বরং আমাদের চাহিদা মিটিয়ে আমরা এখন ২ লাখ টন চাল রফতানির সক্ষমতা অর্জন করেছি। মন্ত্রী দুপুরে রংপুর থেকে ঢাকা ফেরার পথে পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
×