ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারি

তানভীর-জেসমিনের বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ০৮:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

তানভীর-জেসমিনের বিচার শুরুর আদেশ

কোর্ট রিপোর্টার ॥ হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে ঋণ কেলেঙ্কারির দুই মামলায় অভিযুক্ত করে বিচার শুরু করতে আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর তারিখ ৩ মার্চ ঠিক করেন। এদিকে শুধু জেসমিন ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের পৃথক মামলায় বুধবার অভিযোগ গঠন করেছে একই আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ঠিক হয়েছে ৩ মার্চ। দুদকের দায়ের করা হলমার্ক মামলার একটিতে জেসমিন ও তার স্বামী তানভীরসহ আসামি মোট ১৯ অন্য মামলায় ১৮ জন। ২০১০ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হলমার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার ঘটনা প্রকাশ পায়। ২০১২ সালের আগস্টে আর্থিক খাতে বৃহত্তম এই কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে ওই বছর ৪ অক্টোবরে মোট ১১টি মামলা করা হয়। এর মধ্যে এই দুই মামলায় এবার বিচার শুরু হচ্ছে।
×