ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে নীরব প্রশাসন

বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগ

প্রকাশিত: ০৫:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৭ ফেব্রুয়ারি ॥ নরসিংদীতে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা। প্রায় লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগের কারণে বর্তামানে কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে । গ্যাসের চাপ কম থাকায় অনেকের বাসায় লাকড়ি অথবা তেলের স্টোভ দিয়ে রান্নার কাজ শেষ করতে হচ্ছে। প্রভাবশালীরা অবৈধ গ্যাস সংযোগ দিয়েই যাচ্ছে। রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে । জানা গেছে, নরসিংদী সদর উপজেলার মাধবদী, নুরালাপুর, মহিষাশুড়া, কাঁঠালিয়া, সেকের চর, পাঁচদোনা, ভাটপাড়া, শিলমান্দী, হাজিপুর, চিনিশপুর, ভেলানগর, সাটিরপাড়া, শিবপুর উপজেলার সোনাতলা, পুটিয়া, ইটাখোলা, পলাশ উপজেলার পলাশ, গজারিয়া, চরনগরদীসহ মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালীদের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ দিন দিন বাড়ছে। বৈধ গ্যাসের সংখ্যা ৬৫ হাজারের মতো আর অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা লক্ষাধিক। ফলে সরকার প্রতিমাসে ১০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীরা বাড়ি প্রতি ৫শ’ টাকা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের কিছু অসাধু কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও মাসোহারা নিচ্ছেন। তিতাস গ্যাস নরসিংদীর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আহাদ জানান, প্রশাসনের সহযোগিতা পেলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা শুরু হবে। ইউপি চেয়ারম্যান মনোনয়ন নিয়ে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। বুধবার আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠন বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাতিয়ানতলী স্কুল পয়েন্টে মুন্সীগঞ্জ-শ্রীনগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এতে বেলা ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পর পর তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও কোলা ইউনিয়ন বিএনপি সদস্য মীর লিয়াকত আলী সপ্তাহ খানেক আগে আওয়ামী লীগে যোগদান করে। স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। আগামী ২২ মার্চ এই ইউনিয়নে ইউপি নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সদ্য যোগদানকারী ও এলাকার জনপ্রিয় চেয়ারম্যান লিয়াকত আলীকে কোলা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে স্থানীয়ভাবে। এতই ক্ষুব্ধ হয় স্থানীয় কোলা ইউপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে আরও এই কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারন, যুবলীগসহ সভাপতি জাহিদ হাসান মাসুদ ও সাংগঠনিক সম্পাদক আলমগীর মোল্লা প্রমুখ।
×