ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে ॥ রওশন

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের এখন সবচেয়ে উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। তাই বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার রওশন এরশাদের সঙ্গে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির তিনজন এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের এক সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করে রওশন বলেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নেই। তাছাড়া অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শ্রমের মূল্য অনেক কম। সবদিক বিবেচনা করে বাংলাদেশ হতে পারে বিনিয়োগের অন্যতম কেন্দ্র। বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন অংশীদার। ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্যার কির স্টারমার এমপি, স্টিফেন টিমস এমপি, স্টিভ রিড এমপি প্রমুখ। উল্লেখ্য, দলটি তাদের ‘মিলিত হও, শোন এবং (বাংলাদেশের কাছ থেকে) শেখো, বিষয়ক কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন। প্রতিনিধি দলের প্রধান স্যার কির স্টারমার এমপি বলেন, তাদের নির্বাচনী আসনগুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশী বাস করেন। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি কার্ড না থাকায় তারা নানাবিধ সমস্যার পড়ছেন বলে স্টারমার জানালে বিরোধীদলীয় নেতা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
×