ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোমা হামলায় নিহত চালকের পরিবারকে ১০ লাখ টাকা

প্রকাশিত: ০৪:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

বোমা হামলায় নিহত চালকের পরিবারকে ১০ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ ফেব্রুয়ারি ॥ অবশেষে জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর পেট্রোলবোমায় নিহত ট্রাক চালক ইমরান মোল্লার পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে নিহত ট্রাক চালকের পরিবারের হাতে এ চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার। এই পরিবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অর্থ না পেলে এ সংক্রান্ত সংবাদ জনকণ্ঠে প্রকাশিত হয়। অনুদানপ্রাপ্তরা হলেন নিহত ট্রাক চালক ইমরানের বাবা সিরাজ মোলা দুই লাখ, ইমরান মোল্লার দুই স্ত্রী লাবলী বেগম ও সালমা বেগম তিন লাখ করে ছয় লাখ এবং নিহত ইমরান মোলার ছেলে লামিম মোল্লা ও মেয়ে ইয়াসমিন আক্তার এক লাখ করে মোট দুই লাখ টাকা। শরীয়তপুরে কবর থেকে লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, থেকে জানান, কুমিল্লার চৌদ্দ গ্রামে বাসে পেট্রোলবোমায় নিহত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের নজর আলী খানের ছেলে আব্দুর রহমান ওরফে ওয়াসিম খানের লাশ এক বছর পর মঙ্গলবার দুপুরে কবর থেকে উত্তোলন করেছে গোসাইরহাট থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিমের আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে অবশেষে দীর্ঘ এক বছর পরে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে নিহতের লাশ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ গজারিয়া কবর খুঁড়ে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এক অস্ত্র বিক্রেতাসহ চারজনকে পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত এবং মঙ্গলবার দুপুরের পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় একটি থার্টি টু বোরের জাপানি পিস্তল, দুটি সিঙ্গেল শ্যূটারগান উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন হলেন- সেলিম, আবুল কাশেম, জামাল হোসেন এবং আবুল কালাম। এদের মধ্যে সেলিম পেশাদার অস্ত্র বিক্রেতা। মঙ্গলবার দুপুরে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অপর তিনজনকে সোমবার রাত ২টায় অভিযান চালিয়ে আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করে। ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মঙ্গলবার দিনাজপুরে একজন পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। জানা যায়, মঙ্গলবার ভোরে শহরের মিশন রোডে ভাড়া বাসায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পল্লী চিকিৎসক আব্দুস সালাম (৪০)। স্কুল পড়ুয়া ২ সন্তানের জনক সালাম বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ করতে না পেরে চরম হতাশার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। হাড়িয়াদী প্রাইমারী স্কুলে বার্ষিক ক্রীড়া গাজীপুরের কাপাসিয়ায় হাড়িয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান শিক্ষক সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম সবুজ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন মোড়ল, আলাউদ্দিন, শামিমা, সাবিনা আক্তার ও নাদিয়া আক্তার। -বিজ্ঞপ্তি
×