ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কয়েক কোটি টাকা আত্মসাত

যমুনা মাল্টিপারপাস নামে যশোরে প্রতারণা

প্রকাশিত: ০৪:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬

যমুনা মাল্টিপারপাস নামে যশোরে প্রতারণা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যমুনা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে কয়েক বছর গা-ঢাকা দিয়ে আছে পদস্থরা। লাখে এক হাজার সাত শ’ টাকা লভ্যাংশ দেয়ার নামে এ অঞ্চলের মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে সংশ্লিষ্টরা সটকে পড়ে। এ ঘটনায় কয়েক গ্রাহক আদালতে মামলা করেছেন। বছর পাঁচেক আগে যশোরে যমুনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে প্রতিষ্ঠান চালু করেন মামুনুর রশিদ। তার বাড়ি মনিরামপুরের রাজগঞ্জ এলাকায়। সরকার অনুমোদিত সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান উল্লেখ করে চালু করেন মাসিক লভ্যাংশভিত্তিক মেয়াদী আমানত (এমপিডিআর) হিসাব। তথ্যমতে, লাখে মাসে এক হাজার সাত শ’ টাকা দেয়ার অঙ্গীকার করে আমানত গ্রহণ করে এ প্রতিষ্ঠান। তিন, পাঁচ ও ১০ বছর মেয়াদী আমানত নেয়া হয়। চুক্তি অনুযায়ী যদি কোন আমানত প্রদানকারী তার টাকা আর রাখতে না চান তাহলে আবেদন করলে ৯০ দিনের মধ্যে ফেরত দেবে যমুনা মাল্টিপারপাস। কিন্তু প্রথম কয়েক মাসেই আমানতকারীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। টাকা নেয়ার পর কয়েক মাস ভাল লেনদেন করলেও বছর খানেক পর কোম্পানির কর্মকর্তারা গ্রাহকের ফোন ধরা বন্ধ করে দেন। যমুনা মাল্টিপারপাস বার বার অফিস পাল্টেচ্ছে। পরে দায়িত্বশীলরা গা-ঢাকা দেন। প্যাডে আর এন রোড ঠিকানা থাকলেও যমুনা বছর দুয়েক আগে ৪২, পশ্চিম বারান্দিপাড়ার অম্বিকা বসু লেনে (রাঙামাটি গ্যারেজের পাশে) অবস্থান নেয়। পরে কখনও খোলা, কখনও বন্ধ অবস্থায় থাকে। যৌন হয়রানির দায়ে তিন বখাটের কারাদ- নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ ফেব্রুয়ারি ॥ যৌন হয়রানির দায়ে তিন বখাটেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক তাদের এ সাজা দেন। এর আগে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর বাজারে দ- প্রাপ্তদের স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে, কালিরচর গ্রামের হৃদয়, আরিফ ও রাকিব। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলা জানান, সদর উপজেলার টুমচর আসাদ একাডেমির নবম শ্রেণীর এক ছাত্রী বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় তিন বখাটে যুবক ওই ছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী বখাটেদের খোঁজাখুঁজি করে রাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদ- প্রদান করা হয়।
×