ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গ্রাম পুলিশকে পেটালেন ইউপি সচিব

প্রকাশিত: ০৬:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁয় গ্রাম পুলিশকে পেটালেন ইউপি সচিব

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ জানুয়ারি ॥ সচিবের কক্ষের তালা খুলে দেয়া-নেয়ার অভিযোগে নওগাঁর মান্দায় এবার গ্রামপুলিশ মেছের আলীকে (৫০) পেটালেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের সচিব ফজলুর রহমান। এ সময় তার পরিহিত ইউনিফর্মের ব্যাচটিও ছিঁড়ে ফেলা হয়। রবিবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান নওফেল আলী ম-লের সামনে এই ঘটনা ঘটে। গ্রামপুলিশ মেছের আলী জানান, সকাল ১০টার দিকে তিনি চেয়ারম্যান নওফেল আলী ম-লের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় সচিব ফজলুর রহমান পরিষদে এসে নিজেই কক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে জানালা খুলে দেয়ার জন্য ওই কক্ষে প্রবেশ করলে সচিব ফজলুর রহমান তার সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ইউনিফর্মের ব্যাচ ছিঁড়ে ফেলেন। এ সময় উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করে। সচিবের কক্ষে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। দফাদার মোজাফফর হোসেন জানান, সচিব ফজলুর রহমান মাঝেমধ্যেই অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। এ নিয়ে পরিষদে কর্মরত গ্রামপুলিশের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তুচ্ছ বিষয় নিয়ে গ্রামপুলিশ মেছের আলীকে মারধরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ জানান, সচিব ও গ্রামপুলিশকে নিয়ে তাৎক্ষণিক বৈঠক করা হলেও বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী ম-ল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের মানববন্ধন উচ্চ মাধ্যমিক পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে রবিবার দুপুরে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষক সমিতির নওগাঁ জেলা কমিটির সভাপতি সাহারিয়ার ইকবাল।
×