ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রণাঙ্গনের সাথীরাই আমার ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৬, ১ ফেব্রুয়ারি ২০১৬

রণাঙ্গনের সাথীরাই আমার ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ॥ গণশিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৩১ জানুয়ারি ॥ পার্বতীপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শনিবার রাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপির মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনাদের ভোটে আমি পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে পরপর ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যক্তিজীবনকে পেছনে ফেলে অনুন্নত জনপদকে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে আলোকিত করার কাজে নিয়োজিত আছি। যা আপনাদেরই গর্ব ও অহঙ্কার। তবে বড়ই পরিতাপের বিষয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সহযোদ্ধা ও রণাঙ্গনের সাথী হয়েও এখানকার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হাই উদ্যেশমূলক মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আমার আজীবনের লালিত সততা ও পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। সংখ্যালঘুদের জমি দখলের মতো স্পর্শকাতর ইস্যু খাড়া করে এবং তা পত্র-পত্রিকায় ছাপিয়ে দেশবাসীর কাছে আমাকে হেয় ও খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রমাণ করুন নইলে ভুল স্বীকার করুন শিরনামে পোস্ট এডিটরিয়াল লেখেছি। যা তিনি সবাইকে পড়ে শোনান। শেষে এ ধরনের মিথ্যাচারের মধ্যদিয়ে তার সারাজীবনের অর্জনের ওপর যে কালীমা লেপন করা হয়েছে তার বিচারের ভার মুক্তিযোদ্ধাদের ওপর ন্যস্ত করেন। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা বলেছেন, তথ্য প্রমাণ ছাড়া এভাবে একজন মানুষের সম্মানহানী করা ক্ষমার অযোগ্য অপরাধ। যা কোনক্রমে মেনে নেয়া যায় না। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাইয়ের বিরুদ্ধে এ ব্যাপারে সম্মিলিতভাবে সাংগঠিক ব্যবস্থা নেয়া হবে বলে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। মতবিনিময় সভায় বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী কমান্ডার এন্তাজুল হক, কার্যকরী সদস্য জয়নাল আবেদিন, প্রাক্তন কমান্ডার রিয়াজ মাহমুদ, মোজাফ্ফর হোসেন, আব্দুল হাদীসহ ৪ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
×