ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যতদিন উপভোগ করব খেলব

প্রকাশিত: ০৬:৩১, ১ ফেব্রুয়ারি ২০১৬

যতদিন উপভোগ করব খেলব

স্পোর্টস রিপোর্টার ॥ সবার দৃষ্টি তাঁর দিকেই, প্রত্যাশাটাও তাকে নিয়ে। বিশ্বের এক নম্বর টেনিস তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে চ্যাম্পিয়ন দেখতে চান সবাই। এখন ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় আছেন এ কৃষ্ণকন্যা। সাবেক জার্মান তারকা স্টেফিগ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড ছুঁতে মাত্র এক ধাপ দূরে সেরেনা। কিন্তু সেটা পারলেন না টানা দুই গ্র্যান্ডসøামে। গত বছর নিজ দেশে ইউএস ওপেন জিতেই ইতিহাস সৃষ্টির সুযোগটা এসেছিল, ফাইনালে হেরে গেছেন। বছরের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিলেন। ফাইনালে হটফেবারিট হয়েও আবার পারলেন না। হেরে গেলেন। ভক্ত-সমর্থকরা এতে হতাশ হলেও সেরেনা কিন্তু তেমন বিচলিত হননি। তিনি জানিয়েছেন, ২০১৭ সালেও খেলা চালিয়ে যাবেন এবং হারটা আসতেই পারে, সেটাই স্বাভাবিক। এক প্রতিক্রিয়ায় সেরেনা জোর গলায় জানিয়েছেন তিনি কোন রোবট না। ক্যারিয়ারে ২৬টি গ্র্যান্ডসøাম ফাইনাল খেলা সেরেনা মাত্র পঞ্চমবার হারলেন। ২১ গ্র্যান্ডসøাম জেতা এ তারকার এবার সুযোগ ছিল সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জেতার রেকর্ড সৃষ্টির। সুযোগ ছিল স্টেফির ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড ছোঁয়ার। কোনটাই হলো না। অপেক্ষা বাড়ল তার। কিন্তু সেই অপেক্ষাটা কতদিনের? বয়সটা বসে নেই, এখন ৩৪ পেরিয়ে গেছেন এ তারকা। কিন্তু এ বিষয়ে সেরেনা বলেন, ‘আমি এখন পর্যন্ত খেলাটাকে দারুণ উপভোগ করছি। অন্যরা কী ভাবছে জানি না, কিন্তু আমি খেলা ছাড়ার বিষয়ে আপাতত কোন চিন্তাই করছি না। আশা করছি ২০১৭ সালেও আমি এভাবেই খেলা চালিয়ে যাব।’ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবাইকে। কারণ বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøাম আসর ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হবে জুনে। তখন আরেকটি সুযোগ সেরেনার জন্য। কারবারকে আগের ৬ বারের মোকাবেলায় ৫ বারই পরাজিত করেছিলেন সেরেনা। কিন্তু এবার জিতে গেলেন কারবার। এ বিষয়ে সেরেনা বলেন, ‘আমি তাঁর জন্য বরং আনন্দই বোধ করছি। সে অনেকদিন ধরেই শিরোপার কাছাকাছি ঘোরাঘুরি করছে। আমরা পরস্পরের বিরুদ্ধে বেশকিছু ম্যাচ খেলেছি এবং অনেকবারই তাঁকে হারিয়েছি। কিন্তু এখন সে অনেক ভাল খেলেছে। আমার মনে হয় অন্যদের অনেক কিছুই শেখার আছে তার কাছ থেকে। সে দেখিয়েছে কখনও হাল ছাড়তে নেই, সবসময়ই ইতিবাচক মানসিকতা নিয়ে চলা উচিত।’ নিজের খেলার বিষয়ে সেরেনা বলেন, ‘আমার মনে হয় এদিন আমি নিজের সেরাটাই খেলেছি। তবে আমার খেলাটাকে সর্বাধিক নাম্বার দেব না, কারণ এর চেয়ে ভাল করা সম্ভব। কিন্তু যতটা সম্ভব হয়েছে তার সবটুকুই খেলতে পেরেছি। আমি যখনই কোন ম্যাচে নামী সবসময়ই চাই জিততে। কিন্তু আমি কোন রোবট নই। আমি নিজের যতটুকু সম্ভব শুধু সেটুকুই করতে পারি। প্রতিটা পয়েন্ট জেতার জন্য আমার চেষ্টার কোন ত্রুটি থাকে না। কিন্তু আমি সেটা করতে পারি না, হতেই পারে অন্য কারও পক্ষে সেটা সম্ভব।’
×