ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে খাস জমিতে প্রাচীর নির্মাণ ॥ গুলিতে আহত এক

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ জানুয়ারি ২০১৬

দিনাজপুরে খাস জমিতে প্রাচীর নির্মাণ ॥ গুলিতে আহত এক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার সকালে দিনাজপুর শহরের শেখপুরা লালদীঘি এলাকায় ডাক্তারের বন্দুকের গুলিতে এক জন আহত হয়েছেন। বাড়ির প্রবেশপথের সামনের খাস জায়গায় অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, ডা. শামসুল আলম বৃহস্পতিবার রাতে লোকজন নিয়ে তার প্রতিবেশী মোজাহারুল ইসলাম সবুজের বাড়ির প্রবেশ পথের সামনে প্রাচীর নির্মাণ করেন। খবর পেয়ে শুক্রবার সকালে পাহাড়পুর নিবাসী সাব্বির মোহাম্মদের পুত্র সবুজ ও তার ছোট ভাই রায়হানুল ইসলাম লোকজন নিয়ে ওই প্রাচীর ভেঙ্গে ফেলেন। এ সময় ডাঃ শামসুল আলম তার একনলা বন্দুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। প্রাচীর ভেঙ্গে ফেলা নিয়ে উভয় পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ডাঃ. শামসুল আলম বন্দুক তাক করে সবুজকে গুলি করেন। এতে সবুজ আহত হন। আহত সবুজকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোতয়ালী থানার এসআই ফিরোজ ঘটনাস্থলে গিয়ে লাইসেন্সকৃত একনলা বন্দুক ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করেন।
×