ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রে বিদেশী হত্যা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ জানুয়ারি ২০১৬

বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রে  বিদেশী হত্যা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ ধর্মপাশা উপজেলায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশে কোন আইএস নেই, বিএনপি-জামায়াত জোট সরকারের ষড়যন্ত্রে বিদেশীদের হত্যা করা হয়েছে। গোয়েন্দারা প্রমাণও করেছে বিদেশী হত্যাকা-ের সঙ্গে কারা জড়িত। বিএনপি নেতাদের পরামর্শমতো বিদেশী নাগরিক তাভেলা সিজারকে হত্যা করা হলো। জাপানী অপর এক নাগরিককে হত্যা করা হয়। মধ্যনগর থানার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে লায়েছ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। শুক্রবার দুপুর ১২টায় লায়েছ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে আব্দুল বাতেন পিপিএমের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইএসের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করেছিল জামায়াত বিএনপির ২০ দলীয় জোট। কিন্তু সরকার ধৈর্যের সঙ্গে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেছে। বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ।
×