ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে দরগায় প্রবেশ দাবিতে নারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৩, ৩০ জানুয়ারি ২০১৬

মুম্বাইয়ে দরগায় প্রবেশ দাবিতে নারীদের  বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের মুম্বাই শহরের বিখ্যাত হাজী আলি দরগায় নারীদের প্রবেশাধিকারের দাবিতে সেখানে আন্দোলন করছে মুসলমান নারীদের একটি সংগঠন। বৃহস্পতিবার কয়েক শ’ নারী এই দাবি নিয়ে বিক্ষোভ করেন। খবর বিবিসির। মহারাষ্ট্রের একটি হিন্দু মন্দিরের গর্ভগৃহে নারীদের প্রবেশের দাবি ওঠার মধ্যেই দরগায় প্রবেশাধিকার চেয়ে বিক্ষোভ দেখালেন মুসলিম নারীরা। আন্দোলনে অংশ নেয়া নারীরা বলছেন, দরগায় প্রবেশের অনুমতি না দেয়াটা ধর্ম বা ঐতিহ্য নয়, পুরুষতান্ত্রিক মানসিকতা। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামের একটি সংগঠন, যারা এই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে- তাদের কথায়, সংবিধানে সবাইকে সমঅধিকার দেয়া হয়েছে আর মুসলিমরা ভারতের সংবিধান মেনে চলে। তাহলে কেন নারী ও পুরুষের জন্য আলাদা নিয়ম? সংগঠনটির একজন জাকিয়া সোমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘একদিকে যখন হিন্দু নারীরা তাদের মন্দিরে প্রবেশের অধিকার চেয়ে আন্দোলন করছেন, একই সময়ে মুসলিম নারীরাও দরগায় প্রবেশাধিকার চেয়ে রাস্তায় নামলেন। এটি আসলে নারীদের অধিকারের দাবি।’ হাজী আলির দরগায় নারীদের কেন ঢুকতে দেয়া হবে না তা নিয়ে বোম্বে হাইকোর্টে একটি মামলাও করেছে ওই সংগঠনটি। হাইকোর্ট বলেছে, দেশের সর্বোচ্চ আদালত কেরলের বিখ্যাত হিন্দু তীর্থস্থান সবরীমালা মন্দিরে নারীদের প্রবেশের অধিকার নিয়ে মামলায় কী রায় দেয়, সেটা দেখার পরই হাজী আলি দরগার বিষয়ে নির্দেশ দেয়া হবে।
×