ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড

স্টুয়ার্ট ল চান সেঞ্চুরি!

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জানুয়ারি ২০১৬

স্টুয়ার্ট ল চান সেঞ্চুরি!

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতেছে বাংলাদেশ যুব দল। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা যুব দলকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে। এরপরও বাংলাদেশ দলের পরামর্শক স্টুয়ার্ট ল’র মন ভরছে না। কারণ একটাই, সেঞ্চুরি যে হলো না। নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে সর্বোচ্চ ৭৩ রান করেছেন। এ স্কোরকে সেঞ্চুরিতে পরিণত করছে ব্যাটসম্যানরা, তা দেখতে চান স্টুয়ার্ট ল। রবিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এর আগে শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে সেঞ্চুরি নিয়ে বলেছেন, ‘এটাই ওর কাজ। ওকে নির্দেশনা দেয়া আছে দলের ইনিংস গড়ার জন্য। ও সময় নিয়ে ইনিংস গড়েছে, সময় মতো দারুণ সব শট খেলেছে। তবে এটা হতাশাজনক যে আরও দুই-একজন ভাল শুরুটাকে কাজে লাগিয়ে স্কোরকে আরও বড় করতে পারেনি।’ যেখানে বাংলাদেশ দলের কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেনি, সেখানে দক্ষিণ আফ্রিকার লিয়াম স্মিথ ঠিকই সেঞ্চুরি করেছে। এ সেঞ্চুরি নিয়ে স্টুয়ার্ট ল বলেন, ‘আমরা স্মিথের সেঞ্চুরি দেখেছি। টপঅর্ডারে আমাদের একজন ব্যাটসম্যান এমন করতে পারলে আমরা ৩০০ রানের কাছে চলে যেতে পারব।’ প্রথম ম্যাচে ২৪০ রান করতে পেরেছে বাংলাদেশ যুব দল। বোলিংটা দুর্দান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা যুব দলকে ১৯৭ রানে অলআউটও করতে পেরেছে। মোহাম্মদ সাইফুদ্দিন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩টি করে এবং সালেহ আহমেদ শাওন ও সাইদ সরকার ২টি করে উইকেট নেয়। ব্যাটিংয়ে খানিকটা হতাশা ঝরলেও স্টুয়ার্ট ল’র কণ্ঠে বোলিংয়ের প্রশংসাই শোনা যায়, ‘বোলিং খুব ভাল হয়েছে। আমাদের গেম প্ল্যান অনুযায়ী স্থির থাকতে হবে। এখান থেকে সরে আসা যাবে না। তাহলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সহজেই রান করে ফেলবে। এই তরুণ বয়সে ধারাবাহিকতা অর্জন করা কঠিন। যখন আমরা এটা অর্জন করতে পারব, তখন আমাদের হারানো খুব কঠিন হবে।’ স্টুয়ার্ট ল যেখানে সেঞ্চুরি চান, সেখানে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি নিয়ে ভাবছে না। তার সোজাসাপ্টা কথা, এক ’শ হলেই কি, না হলেই কি; দল জেতাই মুখ্য। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে। তাও আবার বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এমন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে শান্ত। তবে সেঞ্চুরি হয়নি। তা নিয়ে কোন মাথাব্যথাও নেই। শান্ত বলে, ‘আমার কাছে মনে হয়েছে আমি ৭০ করে দল জিতিয়েছি এটাই ভাল হয়েছে। এক ’শ করতে পারিনি, এটা আমার কাছে কিছু মনে হয় না। এক ’শ হলেই কি, না হলেই কি! ম্যাচ জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।’ নিজের চেয়ে দলকে নিয়েই বেশি মাথা ঘামান সাকিব-তামিমদের এই অনুজ। আর সেটা ছোট বেলা থেকেই, ‘আমি যেদিন থেকে ক্রিকেট খেলি, সেদিন থেকেই লক্ষ্য দলের জয়ে অবদান রাখা। আমি সেঞ্চুরি করেও যদি দল হারে, তাহলে তো লাভ নেই। আমার পরিকল্পনা বরাবরই থাকে যে ১০০ করি, ৭০ করি বা ১০ করি দলের জয়ে যেন কাজে লাগে।’ ম্যাচে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে ম্যাচ সেরা শান্ত বলে, ‘প্রথমে পরিকল্পনা ছিল আমি স্ট্রাইক রোটেট করব উইকেটে গিয়ে, সিঙ্গেল খেলব ও বাজে বল পেলে মারব। পরে ২-৩টা উইকেট পড়ে যাওয়ার পর ঠিক করেছিলাম যে আর শট খেলব না। সিঙ্গেল খেলে ইনিংসটা এগিয়ে নেব।’ দলের অনেকেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। তারা কিছুটা নার্ভাস ছিল বলে জানাল শান্ত, ‘যেহেতু অনেকে নতুন ছিল, হয়তো একটু ভয় কাজ করতে পারে। তবে আগেরদিন এবং আজও মাঠে নামার আগে আমরা সবাই একটা কথাই বলেছি যে স্বাভাবিকভাবেই খেলব। এটা বিশ্বকাপের ম্যাচ, সেটা মাথায় রাখব না।’ বিশ্বকাপের আগে জুনিয়র প্রোটিয়াদের সাথে দু’টি সিরিজ খেলছে বাংলাদেশ। ওই দুই সিরিজের অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে বলেই ধারণা শান্তর, ‘ওদের সঙ্গে অনেক খেলার অভিজ্ঞতা তো কাজে লেগেছেই। আমরা জানতাম ওরা কে কেমন, কোথায় বল করে বা ব্যাটসম্যানরা কোথায় শক্তিশালী, সেভাবেই এগিয়েছি আমরা।’
×