ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা ভারতের

প্রকাশিত: ০৫:১৯, ২৯ জানুয়ারি ২০১৬

আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ছাড়া বড় সব দলই অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে জিতে চলেছে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে ভারতও শুভ সূচনা করেছে। একইদিন পাকিস্তান ও শ্রীলঙ্কাও জিতেছে। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। কানাডার বিপক্ষে ১৯৬ রানের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। দিনটিতে শুধু নিউজিল্যান্ড হেরেছে। তাও আবার নেপালের কাছে ৩২ রানে। বিশ্বকাপের প্রথম অঘটনও হয়ে রইল কিউইদের এ হারটি। এবার বিশ্বকাপে খেলছে ১৬টি দল। এরমধ্যে সবচেয়ে বেশিবার (৩ বার) যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের শুরুটা করে ফেলেছে। তবে এ ম্যাচে ভারতের প্রতিপক্ষ দলটি আয়ারল্যান্ড না থেকে বিশ্বকাপে তিনবার শিরোপা জেতা অস্ট্রেলিয়াও হতে পারত। কিন্তু নিরাপত্তার অযুহাতে অসিরা টুর্নামেন্ট থেকে শেষমুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে। অস্ট্রেলিয়ার স্থানে আইরিশরা যুক্ত হয়েছে এবং ভারতের কাছে প্রথম ম্যাচেই হেরেছে। ম্যাচের আগেরদিন ম্যাচ বাই ম্যাচ খেলার কথাই বলছিলেন আইরিশ অধিনায়ক জ্যাক টেকটর। লড়াইয়ের স্বপ্নই দেখছিল তারা। কিন্তু মাঠে সেভাবে দেখা মেলেনি তাদের। যে দলটির বিশ্বকাপেই খেলার কথা নয়, তারা সুযোগ পেয়েছে। প্রথম ম্যাচে সেই সুযোগ কাজে লাগেনি। অবশ্য বল হাতে ভারতকে খানিকটা জ্বালা ধরিয়েছে আয়ারল্যান্ড বোলাররা। ব্যাট হাতেও চোখ রাঙ্গাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের তোলা ২৬৮ পেরনো হয়নি। থামতে হয়েছে ১৮৯ রানেই। লক্ষ্যটা ছোট ছিল না। কিন্তু শুরুটাই তালগোল পাকিয়ে গেল। ৪৬ রান তুলতেই নেই চার উইকেট। তবে ভারতের মতো চার উইকেট হারিয়েই দিশা মিলল তাদের। চার উইকেট হারানোর পর প্রতিপক্ষের মতো করেই ঘুরে দাঁড়ায় আইরিশরা। জুটিতেও ভারতের সাথে মিল রাখলো আইরিশরা। ভারতের মতো পঞ্চম উইকেটে জুটি বেঁধে ইনিংস গুছিয়ে নেন আয়ারল্যান্ডের লরকান টাকার ও উইলিয়াম ম্যাকলিনটক। যোগ করেন ১১৩ রান। তখন হয়তো জয়ের কথাই ভাবছিল তারা। কিন্তু ১৫৯ রানে ম্যাকলিনটক আউট হতেই খেই হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। ১৮৯ রানেই থেমে যায় তারা। টাকার ৫৭ ও ম্যাকলিনটক ৫৮ রান করেন। এর আগে টস ভাগ্য যেমন বিপক্ষে গেছে তেমনি শুরুতে ব্যাট হাতেও নিজেদের খুঁজে পায়নি ভারত যুবারা। আইরিশদের বোলিং তোপে শুরুতেই দিশাহারা তিনবারের চ্যাম্পিয়নরা। স্কোরকার্ডে কোন রান যোগ না হতেই অধিনায়ক ইশান কিষান সাজঘরে। কিষানকে ফিরিয়ে আইরিশ পেসার জসুয়া লিটল যেন পুরো ভারতকেই দিশাহারা করে তোলেন। যে ধাক্কা কাটিয়ে উঠতে আরও তিনটি উইকেট খোয়াতে হয় ভারতকে। জসুয়া লিটলের পর ভারতকে জ্বালা দিয়েছেন আরেক পেসার রোরি আন্দ্রেস। পরপর দুই উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ৫৫ রানেই ৪ উইকেট তুলে নেয় আইরিশরা। বিপদে পড়ে ভারত। কিন্তু এখান থেকেই বদলে যায় দৃশ্যপট। সরফরাজ খান উইকেট আঁকড়ে থাকেন। সঙ্গী হিসেবে পেয়ে যান ওয়াশিংটন সুন্দারকে। এই দু’জনই মূলত ভারতের ইনিংসকে রক্ষা করেছেন। পঞ্চম উইকেটে গড়েন ১১০ রানের জুটি। এর মাঝে দু’জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ম্যাচসেরা সরফরাজ ৭৪ ও সুন্দার ৬২ রান করেন। শেষের দিকে জিসান আনসারির ব্যাট থেকে ৩৬ রান এলে ৯ উইকেটে ২৬৮ রান তোলে ভারত। সরফরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচও জিতে। শুভ সূচনাও করে।
×