ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী বছর মার্চে আইপিইউর সম্মেলন হচ্ছে ঢাকায়

প্রকাশিত: ০৫:৩৫, ২৮ জানুয়ারি ২০১৬

আগামী বছর মার্চে আইপিইউর সম্মেলন হচ্ছে ঢাকায়

সংসদ রিপোর্টার ॥ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম এ্যাসেম্বলি (সম্মেলন) আগামী বছরের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্বের আইপিইউর সদস্যভুক্ত ১৬৮ দেশের স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার ৬ শ’ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ সম্মেলনকে সামনে রেখে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে বৈঠকে সফররত আইপিইউর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক অ্যানডা ফিলিপ, কনফারেন্স অফিসার সেলী এ্যান সদরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব বলেন, এ বিশাল আন্তর্জাতিক সম্মেলনের অয়োজন করা বাংলাদেশের জন্য অনেক সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সক্ষমতার বিষয় তুলে ধরে বলেন, এ বিশাল আয়োজনকে সফল করতে আমাদের সকলকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সম্মেলনের সফল আয়োজন আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ সময় মিজ অ্যানডা ফিলিপ আসন্ন সম্মেলনের বিভিন্ন দিক ও সম্ভাব্য ইভেন্টগুলো তুলে ধরেন।
×