ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাসনে আদর্শের মূল্য

প্রকাশিত: ০৪:২০, ২৮ জানুয়ারি ২০১৬

নির্বাসনে আদর্শের মূল্য

সেলিনা জাহান চিকিৎসা সেবা বাংলাদেশে সবচেয়ে বেশি উপেক্ষিত এর সবচেয়ে বড় কারণ হয়ত এই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা। অথচ স্বাস্থ্য খাত হচ্ছে দেশের এমন একটি অঙ্গ যেখানে সমন্বয় সবচেয়ে বেশি দরকার আর দরকার নিয়মনীতি, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এর কোনটাই এই খাতে গুরুত্ব পায়নি। মানুষের জীবনটাই যখন সব, তখন এর চিকিৎসার ভাল-মন্দের সঙ্গে জবাবদিহিতার গুরুত্বও সবচেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ লোকেরই জীবনের মূল্য হয়ত খবুই কম, তাই জবাবদিহিতার প্রশ্নও এখানে গৌণ। বর্তমানে বাংলাদেশে সরকারী হাসপাতালের সংখ্যা নেহায়েত কম নয়। আর বিলাসবহুল বেসরকারী হাসপাতাল বেশ কিছু থাকলেও তা সবই ধনী লোকের জন্য। সাধারণ লোকের সেসব হাসপাতালে ঢুকবার যোগ্যতাটুকুও হয়ত নেই, আর আছে নিম্নমানের বেশ কিছু হাসপাতাল যেগুলোকে হাসপাতাল না বলে মানুষ মারার কারখানা বলাই হয়ত শ্রেয়। এই সমস্ত হাসপাতালে জান-মালের শ্রাদ্ধ ছাড়া আর কিছুই হয় না। ডাক্তারের সংখ্যাও বাংলাদেশে নেহায়েত কম নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ডাক্তারের সেবা পাওয়া সাধারণ রোগীর কাছে দুষ্কর হয়ে যায়। আসলে একজন ডাক্তার তৈরি করতে বিশেষ করে বেসরকারী পর্যায়ে বাবা-মার প্রচুর খরচ পড়ে যায়। তাছাড়া একজন ছাত্রকে লেখাপড়া এবং ট্রেনিং এর পেছনেও সময় দিতে হয় প্রচুর। তাই পুরোপুরি ডাক্তার হওয়ার পর ডাক্তারির আসল মন্ত্র অসহায় গরিব রোগীর পাশে দাঁড়াবার থেকে স্বাভাবতই টাকা রোজগারের দিকে এদের মনোযোগ চলে যায় বেশি কারণ বাংলাদেশে একজন যোগ্য ছেলে বা মেয়েকে ঘিরে অনেক মানুষের আর্থিক প্রত্যাশা জড়িয়ে থাকে। সে ক্ষেত্রে আদর্শের মূল্য দেয়া কঠিন। মহাখালী, ঢাকা থেকে
×