ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাক্তার নেই দালাল আছে

প্রকাশিত: ০৪:১৮, ২৮ জানুয়ারি ২০১৬

ডাক্তার নেই দালাল আছে

হারুনুর রশিদ দুই বছর আগে এক রমজান মাসে আমার বড় বোনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। আমাদের বাসায় ফোন করে বলার পর আমি রাজবাড়ী থেকে সকালে রওনা দিয়ে দুপুরের একটু পরেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাই। আমার বোনকে হাসপাতালের ভেতরে দেখতে গিয়ে গাইনি বিভাগের অপরিচ্ছন্নতা চোখে পড়ে। অনেক বড় হাসপাতাল অথচ তার পরিবেশ অনভিপ্রেত। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করানো রোগীদের সঙ্গে একজনের বেশি হাসপাতালের ভেতরে কাউকে থাকতে দেয়া হয় না। অবশ্যই এটা একটা ভাল নিয়ম। আমি আর আমার বোনের বর রাতে হাসপাতালের কাছাকাছি একটা হোটেলে থাকি। হাসপাতালের সামনের দোকানে এসে চা খাওয়া আর হোটেলের ভেতরে গিয়ে বিশ-ত্রিশ মিনিট একটু বসে কথা বলা এর ভেতর দিয়েই আমাদের রাতটি কেটে যায়। হাসপাতালের সামনে থাকা একাধিক ওষুধের দোকানের কিছু ছেলের রাত জেগে তাদের দোকান আর হাসপাতালের গেটে দৌড়াদৌড়ি করাটা আমার চোখে পড়ল। আমি তাদের ফলো করলাম। রাতের শেষে ফজরের নামাজের পরে দেখতে পেলাম ঐ ছেলেগুলোর সঙ্গে এক রোগীর লোকজনের বেশ কথা কাটাকাটি। পরে জানতে পারলাম ওরা এক ধরনের দালাল। তাদের কাজ হলো হাসপাতালে কোন নতুন রোগী ভর্তি হলে শুরুতেই তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে দোকান থেকে ওষুধ দেয়া থেকে সব ধরনের সহযোগিতা করা হয়। কোন রোগী বা তার সঙ্গে আসা লোকদের কাছে পর্যাপ্ত ওষুধ কেনার টাকা না থাকলে তাদের তারা বাকি ওষুধ দিয়ে থাকে। পরে দামের চেয়ে এক দেড় গুণ বেশি টাকা বিল করে। এ তো গেল হাসপাতালের বাইরের চিত্র। আর হাসপাতালের ভেতরের চিত্র হলো যথাসময়ে ডাক্তারদের না পাওয়া। দেশের এমনও কিছু হাসপাতাল রয়েছে সেখানে ইমার্জেন্সি অথবা বহির্বিভাগ- কোন বিভাগেই সময়মতো ডাক্তারদের পাওয়া যায় না। মাঝে মাঝে দেখা যায় একজন মুমূর্ষু রোগীকে নিয়ে তার স্বজনরা কোন এক জেলা শহরের সরকারী হাসপাতালে গেল। রোগীর অবস্থা খুবই খারাপ, এখনই তার ট্রিটমেন্ট প্রয়োজন। দেখা গেল, ডাক্তাররা বৈঠকে বসছেন। গুরুতর অবস্থার একজন রোগী হাসপাতালে ভর্তি- একথা তাদের জানানো হলেও কাউকে পাওয়া যায় না। ডাক্তারদের বৈঠক জরুরী, খুবই জরুরী বৈঠক। কিন্তু একজন মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে বেশি জরুরী কি? সমাজ ভাবনার বিষয় হাসপাতাল আছে, ডাক্তার নেই এটা সত্য তবে আরেকটা সত্য হলো হাসপাতাল আছে ডাক্তার নেই, তবে দালাল আছে। রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে
×