ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনায় ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৫

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ জানুয়ারি ২০১৬

মেঘনায় ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৫

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৬ জানুয়ারি ॥ চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় কার্গোর ধাক্কা খেয়ে ৬০ যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার তেলির মোড় থেকে ইশানবালার দিকে যাত্রা শুরু করলে আধা ঘণ্টা পরে মেঘনার মাঝখানে দুর্ঘটনার শিকার হয়। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী জানান, ট্রলারে প্রায় ৬০ যাত্রী ছিল। এর মধ্যে অনেকেই সাঁতরিয়ে এবং জেলেদের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হয়েছে। এদের মধ্যে আহত ৫জন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকি শিশুসহ ৫জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। সঙ্গে জেলা প্রশাসক মোঃ আব্দস সবুর ম-লসহ কর্মকর্তাগণ ছিলেন। এ সময় মন্ত্রী উদ্ধার হওয়া আহত ১৩ জনকে ৫হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রদান করেন। মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ দুর্যোগে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা হিসেবে প্রত্যেককে দাফন-কাফনের জন্য ১০হাজার টাকা করে দেয়া হবে। পরে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত ও নিখোঁজদের স্বজনের সঙ্গে কথা বলেন। এদিকে ট্রলারটি ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে মেঘনায় তল্লাশি অব্যাহত রেখেছে।
×